ছোট জীবনে অনেক বড় দায়িত্ব পালন করা মেয়েটি

in #blog7 years ago

যে বয়সে আমি,আপনি স্কুল, খেলাধুলা করে সময় কাটিয়েছি। সেই সময়টি এই ছোট শিশুটি তার সব শখ,আল্লাদ বাদ দিয়ে জীবনের তাগিদে নেমেছে কঠিন পরীক্ষায়।

পথ শিশুদের চারদিকে শুধুই বেঁচে থাকার তাগিদে লড়াই করা। দু'বেলা দু মুঠো আহারের জন্য সংগ্রাম করে যাচ্ছে। পরিবারের স্বজনদের মুখে খাবার যোগানের জন্য সারাদিন রাত পরিশ্রমের অন্ত নেই।
ফুল নিয়ে যে শিশুটি ঘুরে বেড়াচ্ছে, তার মা -বাবা, ভাই-বোনের অন্য যোগার করার জন্যই।
তার একদিনের রোজগারে তার পুরো পরিবার বেঁচে থাকার স্বপ্ন দেখেন। ফুল বিক্রি করতে করতে যখন অন্য কোনো শিশু তার বাবা-মায়ের সাথে ঘুরে বেড়ায়, খেলা -ধুলা করে তখন সেই শিশুটির দিকে তাকিয়ে থাকে সে, হয়তো কিছুক্ষন থেমে থাকে তার পথ চলা, কান্না আসলেও হাসি মুখে দেখে নেয় অন্য সব শিশুদের খুনসুটি।

আমরা কি পারি না সুবিধা বঞ্চিতদের পাশে দাড়াতে। আমরা সবাই মিলে যদি তাদের পাশে গিয়ে দাড়াই হয়তো তাদের মুখেও হাসি ফুটে উঠবে। আপনার আমার হাত খরচ বা আয়ের কিছু অংশ তাদের জন্য ব্যয় করি, তাহলে আমাদের অতি সামান্য ত্যাগ তাদের ভালো থাকার কারন হয়ে থাকবে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98928.57
ETH 3478.03
USDT 1.00
SBD 3.22