দুপুরবেলা পুকুর পাড়ে কাটানো এক সুন্দর মুহূর্ত।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের গ্রামের বাড়ি থেকে কিছুটা দূরে একটি জায়গা আছে যার এক পাশে পুরোটা বাগান আর অন্যপাশে বেশ বড় একটি বাঁশঝাড়। বর্ষার সময় এই জায়গাটিতে পানি দিয়ে সম্পূর্ণ ভরে যায়, তবে গ্রামের কিছু মানুষ এই জায়গাটির পাশ দিয়ে যাতায়াত করতে পারে। বর্ষার সময় যখন পানি জমে যায় তখন কেউ সহজে এখান দিয়ে যাতায়াত করতে পারে না। দুপুরবেলা পুকুর পাড়ে বসে থাকতে খুব ভালো লাগে। দুপুরের মিষ্টি রোদের আলো পানি গুলো ঝলমল করতে থাকে। দেখলে মনে হয় প্রকৃত যেন তার আপন রূপে হারিয়ে ফেলেছে।
এই পুকুর পাড়ে দুপুরের সময় আরো একটি সুন্দর দৃষ্টি দেখা যায়। গ্রামের অধিকাংশ মানুষই পুকুর পাড়ে তাদের কাজকর্ম করে থাকে। আবার যখন অতিরিক্ত গরম পড়ে তখন এই পুকুরপাড়ের গাছের তলায় এসে সবাই বসে আড্ডা দেয়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমি যখনই গ্রামে ঘুরতে আসি তখন এই পুকুর পাড়ে বসে অনেক সময় অতিবাহিত করি। এই পুকুর পাড়ে যেন এক আবেগ মিশে থাকে। এখানে বসে সময় অতিবাহিত করতে অনেক ভালো লাগে। নিস্তব্ধ পরিবেশে প্রকৃতির মাঝে নিজেকে কিছু সময়ের জন্য হারিয়ে প্রকৃতির সাথে মিশে যাওয়ার অনুভূতি অনেক সুন্দর হয়ে থাকে।