পরিবেশের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলতে "Araucaria" এই উদ্ভিদের কোন বিকল্প নেই।

in #bloglast month

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000047516.jpg

উপরের ছবিতে আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে "Araucaria". এটি চিরসবুজ সংযুক্ত গাছের একটি প্রজাতি। এই উদ্ভিদের আদি নিবাস হচ্ছে পূর্ব-অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ব্রাজিল এবং আরো কয়েকটি দেশে রয়েছে। এই উদ্ভিদটিকে সাধারণত আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ কোন স্কুল কলেজে মাঠের আশেপাশে এ গাছগুলোকে রোপন করা হয় যেন সেখানকার পরিবেশটা সুন্দর দেখা যায়। এই কাজগুলোর সাথে আরো কিছু গাছ আছে যেগুলো রোপন করলে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর দেখতে দেখা যায়। এ প্রজাতির আর একটি গাছ আছে যেটার নাম ঝাউ গাছ বলে আমরা চিনি। এটি বড় হয়ে বেশ সুন্দরভাবে এর আকৃতি তৈরি করে। যাতে করে টি দেখতে খুবই সুন্দর দেখা যায়।

1000047517.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বিভিন্ন সরকারি কার্যকলাপ সংস্থানে এ কাজগুলোকে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। কারণ পরিবেশটা সুন্দর রাখতে হলে কিছু সুন্দর গাছ আপনাকে রোপন করতে হবে যেগুলো আপনার মন এবং আপনার মানসিক শান্তি দিবে। অনেকে ডেকোরেশন এর ক্ষেত্রে এগুলোকে ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করেন। তবে শহরাঞ্চলয় মানুষগুলো এই ধরনের গাছ খুব একটা রোপন করেন না।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 86866.46
ETH 2151.33
SBD 0.64