আমাদের অতি পরিচিত ফুল গুলোর মধ্যে থেকে জবা ফুল অন্যতম একটি।

in #blog17 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000029982.jpg

আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ফুল গুলোর মধ্য থেকে একটি ফুল হল জবা। এই ফুলটি আমাদের কাছে অতি পরিচিত। গ্রাম অঞ্চলের প্রত্যেকের বাড়িতেই একটি ঘরের জবা ফুল গাছ দেখা যেত। জবা ফুলের কয়েকটি ইংরেজি নাম আছে তার মধ্য থেকে একটি যেটা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। "Chinese rose" ইংরেজিতে এই নামে ডাকা হয়। আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। কিছু নাম আমি এখানে উল্লেখ করিনি সেগুলো হলোঃ রক্ত জবা, জবা, মরিচা জবা, ঝুমকা জবা, পঞ্চমুখী জবা ইত্যাদি।

1000029981.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই ফুল গাছটি আমি কোথাও ঘুরতে গিয়ে দেখতে পেয়েছিলাম, ফুলকি আকৃতিতে বেশ বড় ছিল। এর রং টকটকে লাল হওয়াতে আমি এই ফুলটির প্রেমে পড়ে যাই। সামনে থেকে দেখতে এতটা সুন্দর লাগতেছিল এতটা যা বলে বোঝানোর মত ভাষা নেই। আমি বেশ কয়েকটি ছবি তুলেছি এই জবা ফুলের। তার পাশাপাশি আরও কিছু জবা ফুল গাছ ছিল কিন্তু সেগুলোর ফুলগুলো এই ফুলগুলোর যে সুন্দর লাগছিল না। প্রতিটি মেয়ে মানুষেরই জবা ফুল গাছ খুবই পছন্দের। বরং তাদের সবগুলি খুব পছন্দের তার মধ্যে থেকে কিছু কিছু ফুল তারা বাছাই করে নিয়েছে যেগুলো তাদের মনকে মুগ্ধ করে তোলে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95295.37
ETH 3578.48
USDT 1.00
SBD 3.80