রাতের এ শহরটা সত্যি খুবই চমৎকার। পর্ব ১

in #blogyesterday

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

গতকাল সন্ধ্যায় আমি কোন এক কাজে বাসা থেকে বের হয়েছিলাম, কাজ শেষ করে বাড়ি ফেরার পথে অনেক কিছু উপভোগ করলাম। আসলে আমরা যারা অনলাইনে কাজ করি তাদের ঘর থেকে বের হওয়ার সুযোগটা খুব কম হয়ে দাঁড়ায়। আমরা সহজেই বাহিরের আলো দেখতে পারিনা, কারণ আমাদের সারাক্ষণ ফোন ল্যাপটপ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হয়। যদি কখনো আপনি পারেন সময় করে আপনার নিজেকে ঘরের বাহিরে উপস্থিত করাবেন। গতকাল রাতে আমি বাসায় ফেরার পথে পথে ঘাটের অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আসলে রিক্সায় বসে ঢাকা শহর ঘোরার আনন্দটাই অন্যরকম। শুধু ঢাকা শহরে শীতের মৌসুম ঠিকভাবে পড়েন, দেখা এখনো রাতের দিকে ঢাকা শহরে দেখা যায় না। কিন্তু আপনি যদি চান ঢাকা শহরের রাতের দৃশ্য নিজের চোখে দেখতে এবং উপলব্ধি করতে তাহলে এটা আপনার জন্য একটা ভালো কারণ হতে পারে।

LRM_20241226_175614.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

বাইরের কাজ শেষ করে বাসায় ফেরার পথে বেশ ভালো লাগছিল, কারণ রিক্সার চোরে বাসার দিকে যাচ্ছিলাম ঠান্ডা বাতাস গায়ে ঘেঁষে যাচ্ছিল। আশেপাশে দেখলাম সবাই সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত, কেউ কেউ নিজের ব্যবসায় ব্যস্ত কেউ রান্নাবান্নায় কেউ বা হকারীতে। শহরের মানুষ মূলত নানান কাজে নানান ধরনের ব্যস্ততা নিয়ে জীবন যাপন করেন। রাতের ঢাকা শহর টা এতটা সুন্দর লাগে যা কখন আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমার দিচ্ছে মধ্যরাতে ঢাকা শহরের রাস্তায় ঘোরাঘুরি করা, কিন্তু এদেশে সেরকম স্বাধীনতা পাবো বলে মনে হয় না কারণ নিরাপত্তা সবার আগে এসে দাঁড়ায়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.26
JST 0.039
BTC 94688.13
ETH 3379.21
USDT 1.00
SBD 3.37