বানিজ্য মেলায় দেখা মিলল বিভিন্ন রঙের পপকর্ন

in #blog3 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000047917.jpg

রাজধানীর আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার দেখা মিলেছে রঙিন পপকর্নের। লাল, নীল, সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের পপকর্ন মেলার দর্শনার্থীদের নজর কেড়েছে। শিশুসহ সব বয়সের মানুষ এই নতুন ধরনের পপকর্ন দেখতে ও স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন স্টলগুলোর সামনে।

পপকর্ন বিক্রেতাদের মতে, এসব পপকর্ন বিশেষ ফ্লেভার ও রঙ দিয়ে প্রস্তুত করা হয়েছে, যা সাধারণ পপকর্নের তুলনায় আরও আকর্ষণীয় ও সুস্বাদু। অনেকে প্রথমবারের মতো রঙিন পপকর্নের স্বাদ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করছেন।

1000047919.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এক দর্শনার্থী বলেন, "এতো সুন্দর রঙের পপকর্ন আগে কখনো দেখিনি! স্বাদও মজার, তাই কিনে নিয়েছি বাচ্চাদের জন্য।"

মেলায় বিভিন্ন দেশি-বিদেশি খাবারের স্টল থাকলেও, রঙিন পপকর্ন যেন এক নতুন সংযোজন। উদ্যোক্তারা আশা করছেন, এটি দ্রুত জনপ্রিয়তা পাবে এবং বাজারে নতুন ট্রেন্ড তৈরি করবে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.038
BTC 95033.22
ETH 1832.99
USDT 1.00
SBD 0.86