জনপ্রিয় এক ওষুধি গাছ হল "তুলসী গাছ"

in #blog12 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000046893.jpg

পরিচিত আয়ুর্বেদিক গাছগুলোর মধ্যে তুলসী গাছ হচ্ছে একটি অন্যতম। রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায় এই গাছের রস সেবন করলে। এই তুলসী ঐতিহ্যগতভাবে সর্দি-কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি এমন রোগের প্রতিরোধের জন্য অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। ছোটবেলায় আমরা যখন অসুস্থ হয়ে পড়তাম তখন আমাদের বাবা-মা আমাদেরকে এই আয়ুর্বেদিক গাছটির রস সেবন করাতেন, যার ফলে আমরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতাম। বর্তমানে শহর অঞ্চলেও বিভিন্ন দালানকোটার ছাদে এই গাছগুলোকে লাগাতে দেখা যায়। ঘরে যখনই কেউ না কেউ সর্দি জ্বর ঠান্ডা কাশে ভুগতে থাকে তাকে এই গাছের পাতাগুলো ছিড়ে রস বানিয়ে সেবন করাতে পারলে সে খুব দ্রুত সুস্থ হয়ে পড়ে। এই তুলসী গাছটি একটি উপকারী ঔষধি গাছ।

1000046894.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

প্রতিটি বাড়ির ছাদে এই তুলসী গাছকে রেখে দেওয়া হয়, আমাদের মানব দেহের জন্য এই তুলসী গাছের অনেক উপকার রয়েছে। যদি আপনি কখনো গলা ব্যাথার সমস্যায় ভুগেন তাহলে এই তুলসী পাতার রস বানিয়ে অথবা এই তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খেলে আপনি খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা পেতে পারেন। এই তুলসী আপনার ক্যান্সারের রোগ থেকেও দূরে সরাতে সাহায্য করতে পারে। কারো শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে এই তুলসী পাড়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে। অর্থাৎ ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারবো যে এই কাজটি হচ্ছে একটি এমন এক ঔষধি গাছ যা প্রতিটি ঘরের মানুষ কম হলেও জেনে থাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.22
JST 0.035
BTC 99234.28
ETH 2796.94
SBD 3.35