শীতের রাতে প্রথমবারের মতো ধারণ করা তারকার চিত্র।

in #blog15 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000044163.jpg

শীতের মৌসুমে আকাশ অনেক বেশি পরিষ্কার থাকে যার ফলে আকাশে থাকা চন্দ্র নক্ষত্র খালি চোখেও দেখতে পাওয়া যায়। এ সময়টায় আকাশের দিকে তাকিয়ে আপনি অনেক চন্দ্র নক্ষত্র ঝিলমিল করতে দেখতে পাবেন। ঠিক এমন একটা সময় গ্রামে থাকা অবস্থায় আমি আকাশে এরকম একটি অবস্থা দেখতে পাই, তখনই মনে চিন্তা আসলো কেমন হয় যদি আমি এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করতে পারি। যেই ভাবা সেই কাজ শীতের রাতে আমি বাহিরে আঙিনায় বের হয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ছবিটি ধারণ করি। প্রায় দশ মিনিটের মত সময় লেগেছে আমার এই ছবিটি তুলতে। এই ছবিটি ধারণ করা অবস্থায় আমার ফ্রেমের মধ্য দিয়ে একটি বিমান অনাকাঙ্ক্ষিতভাবে চলে যায়। যদিও সেটা ছবির মাঝে একটি রেখা অঙ্কন করে কিন্তু এই রেখাটি না থাকলে হয়তো ছবিটা আরো ভালো লাগতো। এরকম ছবিগুলো পাহাড়ে অঞ্চল থেকে তুলতে পারলে বেশ ভালো দেখায়। আপনারা যারা পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা চাইলে এরকমভাবে একটি রাতের আকাশের ছবি তুলে রাখতে পারেন।

1000044164.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আমার উদ্দেশ্য ছিল মিলকিও এর একটি ছবি তুলে রাখা কিন্তু মিলকিও এর ছবি তুলতে গেলে আমাকে অবশ্য উঁচু স্থান থেকে ছবি ধারণ করার জন্য ব্যবস্থা নিতে হবে। যারা এস্টোগ্রাফি করেন তারা এ সম্পর্কে বেশ ভালো জানেন। এমনকি তারা কোন দিনে আকাশের অবস্থা কিরকম থাকবে সেগুলো সব পূর্ণভাবে খেয়াল রাখতে পারেন। প্রাথমিক হিসেবে আমি এই ছবিটি এভাবে ধারণ করতে সক্ষম হয়। এই ছবিগুলো কিভাবে তুলতে হয় এগুলো আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, আমি আশা করছি আপনারা এগুলো শিখে এবং নিজেরা নিজেদের ছবিগুলো তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 105085.30
ETH 3334.33
SBD 4.28