শীতের মৌসুম প্রায় শেষের দিকে চলে এসেছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
শীতের মৌসুমে গ্রাম হচ্ছে সবচেয়ে উপযোগী একটি জায়গা, যেখানে আপনি ঠান্ডার সর্বোচ্চ স্থান অনুভব করতে পারবেন। প্রতিবছরই যখন শীতের মৌসুম আসে গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি ঠান্ডায় কনকনে ভাব প্রকাশ পায়। কিন্তু ঢাকা শহরে শীত মৌসুমে ঠান্ডার কোন প্রভাবে পড়তে দেখা যায় না। এর সঠিক কারণ আজও আমি খুঁজে পাইনি। শীতের সময় ঢাকা শহরে আপনি শেষ রাতে এবং সকালে ছাড়া ঠান্ডা অনুভব করতে পারবেন না। কারণ এখানে গাছপালা এবং এমন কোন পরিবেশ নাই যে পরিবেশে ঠান্ডা বৃদ্ধি পায়। দালানকোটার মাঝে ঠান্ডার প্রভাব ঢুকতে পারে না যার ফলে শীতের ভাব সহজেই কেউ অনুভব করতে পারে না অন্যদিকে গ্রামাঞ্চলে শীতের মৌসুম আসার আগেই গ্রাম অঞ্চলের মানুষরা বুঝতে পারে যে কিছুদিনের মধ্যেই শীতকাল শুরু হতে যাচ্ছে। কারণ শীত আসার আগেই পুরো পরিবেশটা ঠিক ওইরকম ভাবেই গড়ে ওঠে।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
কিছুদিন আগে গ্রামে ঘুরতে গিয়েছিলাম, ঐদিন বেশ ঠান্ডা পড়ছিল বেলা ঠিক 10:30 টার বেশি বাজে আমি আমার গায়ে এখনো সোয়েটার পড়ে বাহিরে হাঁটাচলা করছিলাম। এই ছবিটি আমার ছোট ভাই ধারণ করেছে, সে আমার কাছ থেকে ক্যামেরাটি নিয়ে বলল যে আমি কিছু ছবি তুলতে চাই। আমি তাকে না করলাম না এরপর আমি আমার মত কাজ করতে লাগলাম। সে বিভিন্ন কিছু ছবি তোলার মাঝে মাঝে আমারও কিছু ছবি সে তুলে ফেলেছে। পরবর্তীতে ছবিগুলো চেক করার সময় আমি দেখতে পেলাম যে আমারও কিছু ছবি এখানে রয়েছে। যাই হোক, যদিও বর্তমানে শীতের শেষ দিক বলা যেতে পারে।