জীবনে ব্যস্ততার পাশাপাশি কিছুটা সময় নিজের জন্য রাখা প্রয়োজন।

in #blog9 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমার কাছে ব্যক্তিগতভাবে বন জঙ্গল খুব ভালো লাগে, কারণটা হলো সেখানে প্রচুর গাছপালা এবং সেখানে পরিবেশের একটা ঘ্রাণ রয়েছে যেটা আমাকে অনেক আকৃষ্ট করে। আমরা প্রায় জীবনের বেশিরভাগ অংশই নিজেকে উন্নত করতে এবং নিজের ভবিষ্যৎকে দাঁড় করানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু এই ব্যস্ততার মাঝে যে আমরা কত কিছু হারিয়ে ফেলি তা আমরা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারি না। একটা সময় যখন আমরা নিজেদেরকে সফল হিসেবে গণ্য করতে পারব এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব ঠিক তখনই আমাদের মনে হবে কিছু একটা অনুপস্থিত রয়েছে। কিন্তু আমরা যে পেছনে কত কিছু হারিয়েছি কত কিছু ফেলে রেখে এসেছি তা আমাদের মনে আসবে না। আপনি চাইলে এই ব্যস্ততার মাঝেও কিছুটা সময় খুঁজে আপনার নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করতে হলে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো উচিত। জীবনে চলার পথে মানসিকভাবে আমাদের সকল অবস্থায় প্রস্তুত থাকা জরুরী, আপনি যখন ব্যস্ততার মাঝে আপনার নিজেকে অন্য রূপে দেখতে পাবেন তখন আপনি সহজে বুঝতে পারবেন না, কিন্তু পরে যখন আপনি একটু রিয়েলাইজ করতে পারবেন তখন আফসোসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।

1000038277.jpg

1000038278.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Josshore, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এখনকার এই সময় আপনাকে নিজেকে উন্নতি করার জন্য সময় দেয়া খুবই জরুরী, তবে সময় দিতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাওয়া ঠিক না যে আপনি আপনার পরিবার আপনার আপনজন আপনার নিজের মানসিক দিক দিয়ে চিন্তা-ভাবনা না করে থাকবেন। আপনাকে আপনার ব্যস্ততার পাশাপাশি অবশ্যই আপনার পরিবার আপনার আপনজন এদেরকে সময় দেওয়া প্রয়োজন। কারণ এখন যদি আপনি এই গুলোকে সময় না দেন তাহলে একটা সময়কে যখন আপনি সফল হয়ে দাঁড়াবেন তখন আপনার পাশে এরা থাকবে না। স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা যার সেই ভালো বুঝতে পারে, সুতরাং সময় থাকতে আপনার এই কিছু জিনিসের খেয়াল রাখা অতি জরুরী।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101903.07
ETH 3676.99
USDT 1.00
SBD 3.21