একটা ছবিকে ফুটিয়ে তোলার জন্য কালার গ্রেডিং এবং কালার কারেকশনের অনেক গুরুত্ব রয়েছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
যেকোনো ধরনের ছবিকে ফুটিয়ে তোলার জন্য এক্সট্রা আরো কিছু কালার সংযোগ করে ফুটিয়ে তোলা হয়। বর্তমানে কিছু মানুষ রয়েছেন যাদের কাছে কালার পছন্দ নয় তারা ভাবেন ছবিকে যেভাবে তোলা হয়েছে সেভাবে রাখাই ভালো, কিন্তু আমাদের চোখ সেচুরেটেড ফুটেজ দেখে অভ্যস্ত। তাই আমাদের কোন ছবি তোলার পরে সেটাকে কালার গ্রেডিং না করলে দেখতে ভালো লাগে না। ছবিকে আরেকটু উজ্জ্বল এবং জীবন্ত করে তুলতে হলে এই কালার গ্রেডিং এর অনেক অনেক ভূমিকা রয়েছে। আমি কালা গ্রিটিং নিয়ে আপনাদের সাথে আগেও কথা বলেছিলাম। কালারিং হচ্ছে একটি মৃত ছবিতে জীবন্ত ফিরিয়ে আনার মত। প্রায় ১৫-২০ বছর আগে যখন মানুষের কাছে স্মার্টফোন ছিল না তখন তারা বাটন ফোনের মাধ্যমে ছবি তুলতো এবং সেখানে এডিটিং এর কোন অপশন ছিল না বিধায় তাদের কাছে এখন এই কালার বেশি গুরুত্ব দেয়া হয় না। কারণ তারা ওই যুগটার সাথে খাপ খাইয়া অভ্যস্ত হয়ে গেছে, আপনি তাদেরকে যতই বোঝান তারা সেটা বুঝবে না। কিন্তু এযুগের যুবকদেরকে যদি আপনি কালার গেডিং এর ব্যাপারে জিজ্ঞাসা করেন তারা আপনাকে অনেক কিছু বলবে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
কারণ তারা বুঝে কারোর গ্রেডিং এর কাজ কি। আমি একটি ছবি তুলেছি, এই ছবিটার মধ্যে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলো আমার প্রয়োজন নেই অথবা যে অংশগুলো আমার ছবিতে ভালো দৃষ্টি আকর্ষণ সৃষ্টি করছে না তখন সে ক্ষেত্রে আপনি কি করতে পারেন ? সে ক্ষেত্রে আপনাকে এডিট এর মাধ্যমে এটিকে রিমুভ করে একটু কালার কারেকশন করে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। একটি ছবিকে তোলার পরে সে ছবিতে খুব বেশি ডিটেইলস থাকে না যখন আপনি এডিটের মাধ্যমে কালার গ্রেটিং এবং কালার কারেকশন করবেন তখন বুঝতে পারবেন যে ছবিটার পূর্বে কি অবস্থা ছিল আর বর্তমানে কি অবস্থায় আছে। ফটোগ্রাফি যেমন একটি আর্ট তেমন ফটো এডিটিং ও একটি আর্ট। নিচে কি ইম্প্রুভ করতে চাইলে আপনার নিজেকে আরও বেশি করে জানা দরকার।