তুরাগ নদীর তীরের কিছু সুন্দর দৃশ্য
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
গোলাপ গ্রাম ঘুরতে যাওয়ার সময় তোরা নদী পাড়ি দিয়ে সেই গ্রামে যেতে হয়েছিল। তুরাগ নদীর পানি নোংরা আবর্জনা যুক্ত হলেও আশেপাশের পরিবেশগুলো বেশ ভালই সুন্দর ছিল। অন্যান্য মানুষের কাছে কেমন লাগে তা আমি জানিনা তবে আশেপাশের পরিবেশগুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। দূর দূর পর্যন্ত কোনো বাড়িঘর গাছ পালাবি ছোট ছোট ঘাস আর চারিদিকে পানি আর পানি। নদীপথে যাওয়ার সময় যদিও দুর্গন্ধ নাকে এসে পড়ছিল কিন্তু আশেপাশে পরিবেশের দিকে তাকিয়ে সেটাকে অগ্রাধিকার দেয়া হলো না। সকালের এই সূর্যের আলোর পাশাপাশি নদী পথে ভ্রমণটা খুবই স্মৃতি তে আঁকড়ে ধরার মতো ছিল।
For work I use:
ডিভাইস |
iPhone 12 Pro Max |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
জীবনে যত ব্যস্ত সময় পার করি না কেন নিজেকে সময় দেওয়ার মতো কিছু সময় হাতে রাখতে হবে। একটা সময় কি নিজের কাছে অনেক কিছু করার সামর্থ্য হয়ে গেলে সেই বয়সটা আর থাকবে না হয়তো বা থাকলেও সেই ইচ্ছা আকাঙ্ক্ষা আর জেগে উঠবে না। তাই ব্যস্ততার পাশাপাশি নিজেকে সময় দেওয়ার প্রস্তুতি নিতে হবে। নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে সময় অপচয় করা এমনটা ভাবা যাবে না, তবে হ্যাঁ আপনি যদি নির্দিষ্ট সময় নিয়ম মেনে নিজেকে সময় দিতে পারেন কাজে প্রতি মনোনিবেশ করতে পারেন তাহলে সেটা ভালো।