দিনের অর্ধাংশে এই আকাশ ঢেকে থাকে কুয়াশার মাঝে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
দীর্ঘ অনেকদিন পর ছোট ছোট মেঘের ফাকে নীল আকাশের দেখা মিলল। শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকেই পুরোটা দিন আকাশে তাকালেই শ্বেত-শ্বেতা ভাবে দেখা যায়, এই আকাশ আমার মোটেও ভালো লাগেনা। আকাশে থাকবে পরিষ্কার খুব সুন্দর মেঘের আকৃতিতে। সকালের দিকে কুয়াশার কারণে ঠিকমতো কিছুই দেখা যায়নি, এরপর সূর্য ওঠা শুরু হলে কুয়াশা কেটে যায়। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করে। শৈশব কাল একটা সময় আমরা খোলা আকাশের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবতাম, মনের আনাছে কানাচে লুকিয়ে থাকা কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলতাম। আমার প্রকৃতি অনেক ভালো লাগে যার কারণে আমি সারাক্ষণ এগুলো নিয়ে কথা বলি। সকালে ঘুম থেকে উঠেই বাহিরে কুয়াশা দেখতে পেয়ে বিছানায় শুয়ে রইলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে সূর্য ওঠা শুরু হয়ে গেল তখন আর কুয়াশাগুলো ছিল না।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Mirpur, Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
আমি জানালার বাহিরে হাত বের করে মোবাইল দিয়ে ছবি তুলেছি, সাথে ভয় ও লাগছিল কখন যেন ফোনটা পড়ে যায়। বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম এবং সেগুলো থেকে বাছাই করে একটা সুন্দর ছবি বের করে আপনাদেরকে দেখালাম। সকালে যখন সূর্য উঠেছিল তখন দৃশ্যটা আরো মনোমুগ্ধকর ছিল, যদিও এখন সূর্যটা আবারও হারিয়ে গিয়েছে।