ভর দুপুরে হাঁটতে বের হয়ে সুন্দর এক প্রজাপতি সাথে দেখা।

in #blog6 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

একদিন ভরদুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি বাসা থেকে হাঁটতে বের হই। বিশেষ করে গ্রাম অঞ্চলের দুপুরের দিকে খাওয়া-দাওয়ার পরে সবাই বিশ্রাম নেয়, যার ফলে আশেপাশের পরিবেশ পুরোপুরি নীরব থাকে। কিন্তু আমিই সেই সময় বিশ্রাম না নিয়ে বাহিরে হাঁটতে বের হয়েছিলাম, হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছি। দেখতে পেলাম আমার চারিপাশে শুধু জমি আর জমি, অর্থাৎ চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাচ্ছে চারিপাশে শুধু ফসল জমি জমা। আশেপাশে পুরোপুরি নিস্তব্ধ। আমি কিছুদূর হেঁটে যাওয়ার পর রাস্তা পাশে দেখলাম একটি কুমড়ো গাছ লাগানো, আর সেই গাছের ফুলের উপর বসে আছে সুন্দর এক প্রজাপতি। আমি হুট করে প্রজাপতি টা দেখেই অবাক হয়ে গেলাম, এই ভরদুপুরে এত সুন্দর প্রজাপতি এখানে কি করছে। যাই হোক আমি প্রজাপতির ছবি তুলতে লাগলাম, প্রজাপতিটা দেখতে এত সুন্দর ছিল যা বলে বোঝাতে পারবো না। আগে কখনো এরকম প্রজাপতি দেখিনি অর্থাৎ ভিন্ন ভিন্ন রংয়ের। অনেকক্ষণ যাবৎ প্রজাপতি এখানে বসে ছিল আমি ও ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম।

1000037791.jpg

1000037792.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Josshore, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এরপর পাশে দেখলাম আরেকটি ফুলে মৌমাছি এসে বসেছে মধু সংগ্রহের জন্য, এরপর আমি সেখান থেকে চলে এসে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি এই রাস্তার শেষ মাথায় পৌঁছে গেলাম, সেখানে গিয়ে দেখি কয়েকজন কৃষক তাদের কাজ শেষ করে তারা মাঠের এক কোণে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। তাদেরকে দেখে বুঝতে পেলাম তারা প্রতিদিনই খুবই কষ্টের কাজ করেন এবং তাদের কষ্টের ফল তারা কষ্টের পরেই পেয়ে যান। গ্রামের পরিবেশ কতই না সুন্দর। এটা যদি গ্রাম না হয় শহর হতো তাহলে চারিপাশের কোলাহল আওয়াজে শান্তিতে থাকা যেত না। এজন্যই বলা হয় জীবনে আপনার যত ব্যস্ততাই থাকুক না কেন নিজেকে একটু মুক্ত করে আনন্দ উৎসব করা উচিত।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23