বাঁশ গাছ হচ্ছে একটি পরিচিত গাছ, যেটি সবসময় গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
বাস হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় একটি উদ্ভিদ। যেটা জন্ম হয় এক ঝাক হয়ে। আমি কিছুদিন আগে আমার গ্রামের বাড়ি চাঁদপুরের বেড়াতে গিয়েছিলাম। অল্প কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। আমি ছোটবেলা থেকেই ফুল কলেজের বন্ধ পেলে বেড়াতে চলে যেতাম। যেহেতু আমরা শহর অঞ্চলে থাকি আমরা বছরে দুই থেকে তিনবার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। গ্রামে আমার চাচী এবং তার পাঁচ সন্তান বাস করেন। বছরে দুই তিনবার তাদের সাথে দেখা করার জন্য আমরা গ্রামের বাড়িতে যাই। আমাদের বাড়ির আশেপাশের আঙ্গিনাগুলোতে বাঁশ গাছের ঝোপঝাড় অনেক বেশি দেখা যায়। এমনকি এই বাস গাছ নিয়ে ভৌতিক নানা ধরনের গল্প শুনেছিলাম। যাইহোক বাঁশ গাছ হচ্ছে আমাদের বাঙ্গালীদের শিল্পকলা উৎপাদনের একটি অন্যতম উপাদান। এই বাসগুলোকে শুকিয়ে বাজারে বিক্রি করা হয়। এবং সেগুলো থেকে বাশের কচি বের করে ঝুড়ি এবং ঘরের নানান ধরনের আসবাবপত্র তৈরি করা হয়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
গ্রাম অঞ্চলে এই বার্জার গুলো থেকে গ্রামীণ মানুষরা নানান ধরনের উপকার পেয়ে থাকে, এই বাসগুলোকে তারা কখনো কখনো সাঁকো হিসেবে ব্যবহার করে থাকেন। আবার অনেকে ঘরের ভোর তৈরির জন্য এই বাঁশ গাছকে ব্যবহার করে থাকেন। আমাদের বাঙ্গালীদের কাছে এই বাসগুলো নানান ধরনের জায়গায় ব্যবহার করা হয়। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর বাহিরে হাঁটতে বের হয়েছিলাম, বাড়ির কিছুটা দূরে আমি একটি বড় বাস ঝাড় দেখতে পেলাম। সেগুলো দেখে মনে হচ্ছিল হয়তো বা খুব অল্প কিছুদিন আগে কেউ এগুলোকে কেটে নিয়ে গিয়েছিল। যদিও এখনো ভালোই বড় বড় বাস রয়েছে যেগুলো অন্য কেউ চাইলে কাজে লাগাতে পারে।