সকাল গড়িয়ে দুপুর হতে চলছে কিন্তু কুয়াশা এরপরও যাচ্ছে না।

in #blog6 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000042536.jpg

বেলা দুপুর দুইটা বাজতে চলেছে, কিন্তু সূর্যের কোন দেখাই আজকে মিলছে না। কুয়াশা চারিপাশে ভরে আছে। আমি সকালে ঘুম থেকে উঠে অনেক বেশি কুয়াশা দেখেছি, কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে কুয়াশা আরো বেড়ে যাচ্ছে। অন্যান্য দিনের মতো দুপুরে আর সূর্য ওঠেনি চারিপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। আমি আমার রুমের জানালা সব বন্ধ করে রেখেছি কারণ যদি আমি জানালা খোলা রাখি বাইরের ঠান্ডা বাতাস এবং কুয়াশা আমার রুমের ভিতর প্রবেশ করে আমাকে সার্বিকভাবে অসুস্থ করে ফেলতে পারে। যার জন্য আমি রুমের জানালাকে বন্ধ রেখেছি। যদিও ছবি তোলার জন্য কিছুক্ষণের জন্যও জানালা খুলে ছিলাম এরপর দেখলাম প্রচন্ড বাতাস রুমের ভেতর প্রবেশ করছে, যেটা আমার অসুস্থতার একপ্রকার কারণ হতেও পারে। দ্রুত ছবি তুলে আবার জানলা বন্ধ করে দিয়েছি। রাতের শেষ অংশে ঠান্ডা অনুভব না হলেও সকালে ঘুম থেকে ওঠার পরে অবশ্যই অনুভব করতে পেরেছি।

1000042537.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

নতুন বছরে সবাইকে নতুন শুভেচ্ছা জানাচ্ছি, এই নতুন বছরে সবাই তাদের ডেইলি রুটিন কে হয়তো বা পরিবর্তন করবেন, আরো নতুন বছরে তাদের নতুন কিছু আকাঙ্ক্ষা নতুন কিছু আশা নিয়ে তারা শুরু করতে চাচ্ছেন। এই শীতের মৌসুমে আমাদের অনেকেরই দিন খুবই ভালো যাচ্ছে আবার অনেকের খুবই খারাপ যাচ্ছে। বর্তমানে আমি ব্যস্ততার শহরে আবার ফিরে এসেছি, কিন্তু যদি আমি এই সময়টায় গ্রামে থাকতাম তাহলে নিশ্চিত এমন কিছু করতাম যেটাতে আমি আনন্দ অনুভব করতে পারতাম। যেহেতু আজকে একটু ঠান্ডা বেশি পড়েছে তো সেক্ষেত্রে এমন কিছু করতাম যেন আমার আশেপাশে পরিবেশটার সাথে আনন্দিত হতাম। যাই হোক, এই ঠান্ডার দিনে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, এবং নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.039
BTC 95294.07
ETH 3307.23
USDT 1.00
SBD 3.91