রাতের আকাশটা দিনের আকাশের চেয়ে অনেক বেশি মনমুগ্ধকর।

in #blog3 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_0225.jpg

রাতের অন্ধকার আকাশটা দিনের আকাশের চেয়ে অনেক বেশি সুন্দর হয়, এর বিশেষ কারণ রয়েছে। কারণ ছাড়া কখনোই কিছু ঠিক হয় না। রাতের আকাশে যখন মেঘগুলো দেখা যায় না তখন অনেক ধরনের তারা দেখা যায় যেগুলোকে আমরা গ্রহ নক্ষত্র বলে চিনে থাকি। এই গ্রহ নক্ষত্রগুলো আমাদের পুরো পৃথিবী জুড়ে রয়েছে। মহাকাশে এমন অনেক ধরনের গ্রহ নক্ষত্র রয়েছে যা শত শত কোটি কোটি কখনো আমরা হিসাব করে বুঝতে পারব না। এই এত শত শত নক্ষত্রগুলোর মধ্য থেকে যে নক্ষত্র গুলোর আলো আমাদের চোখে প্রবেশ করে আমরা শুধুমাত্র সেগুলোকে দেখতে পারি। আর বাকি অন্যান্য নক্ষত্রগুলো আলো আমাদের চোখে প্রকাশ করতে পারেনা বিধায় আমরা তাদেরকে দেখতে পারিনা। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে চাঁদ, আর এই চাঁদের থেকে কাছে আর কোন গ্রহ আমাদের পৃথিবী আশপাশে নেই। আমাদের মহাকাশের যেসব গ্রহগুলো রয়েছে সেগুলো কিছু সংখ্যক আমরা দেখতে পারি।

IMG_0223.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

এই ছবিটা সাধারণত আমি প্রথমবারের মতোই তুলেছিলাম, একদিন হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে স্কলিং করতে গিয়ে একটা গ্রুপের সাথে দেখা মেলে, সেই গ্রুপটা অ্যাস্ট্রোলজি রিলেটেড ছিল। আমি কোন আকর্ষণ নিয়ে সেই গ্রুপে ঢুকে সকলের পোস্ট দেখতে থাকি। সবাই দেখলাম সেখানে তাদের তোলা ছবিগুলো শেয়ার করছে যেগুলো দেখতে অসম্ভব রকমের সুন্দর ছিল। তখন মনে জাগল আমি হতে পারব এমন একটি ছবি নিজের মতো করে তুলতে। কাকতালীয়ভাবে সেদিন রাতে আমি আকাশে অনেক ধরনের গ্রহ নক্ষত্র দেখতে পাই যে কোন খুবই চমৎকার জ্বলজ্বল করছিল। যেভাবে সেই কাজ আমি ছবিটা তুলে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.24
JST 0.031
BTC 84522.25
ETH 1591.94
USDT 1.00
SBD 0.85