ভর দুপুরে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর মুহূর্ত।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের মতলব উপজেলার নির্বাচন অফিসের এরিয়াটা বিশাল বড় জায়গা জুড়ে, ভিতরে পরিবেশটা বাইরের পরিবেশের চাইতে পুরোটাই অন্যরকম। ভিতরে পরিবেশটা দেখতে এতটা সুন্দর এবং পরিষ্কার যা প্রবেশ না করলে কেউ সহজে বুঝতে পারবে না। আমি আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদনের ব্যাপারে কথা বলার জন্য গিয়েছিলাম। এর আগেও বেশ কয়েকবার আমি এখানে এই কাজের জন্যই এসেছিলাম, জানিনা কি কারনে এ সংশোধনের কাজটি সম্পন্ন হতে দেরি হচ্ছে। এবার এসেছিলাম অফিসের বড় স্যার যিনি থাকেন তার সাথে দেখা করার জন্য, আমি একটু দ্রুত চলে এসেছি যেন তার সাথে কথা বলতে পারি কিন্তু এসে দেখতে পাই তিনি এখনো অফিসে ফিরেন নি। তার জন্য অপেক্ষা করতে করতে দুপুর পার হয়ে বিকেল হতে শুরু হয়।
For work I use:
ডিভাইস |
Canon 90D |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
এতটা সময় কি করব ভেবে পাচ্ছিলাম না, দুপুরে সামান্য কিছু খাওয়া দাওয়া করে আমি বাহিরে ঘোরাঘুরি করছিলাম। ভেতরের এরিয়ায় বিশাল বড় একটি মাঠ রয়েছে যার শেষ অংশে একটি বিরাট বড় বটগাছ। উপরের ছবিতে আপনারা আমাকে বট গাছের সাথে দেখতে পেয়েছেন, এ বটগাছটি আকারে অনেক বড়। বট গাছের নিচে গিয়ে আমি উপরের দিকে তাকিয়ে অনেকগুলো কবুতর একসাথে বসে থাকতে দেখেছি। নিচ থেকে যদি কোন বড়সড়ো কোন আওয়াজ করতে পারা যায় তাহলে এই গাছে যতগুলো পাখি বসে আছে তারা সব ভয়ে উড়ে চলে যাবে এবং এর দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখায়। সাধারণত এরকম দৃশ্যগুলো আমরা হরর মুভি অথবা হরর নাটকে দেখতে পাই।