বাড়ির ছাদে শীতকালীন সবজিগুলো চাষ করা একটি অন্যরকম চিন্তাধারা

in #bloglast month

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000047050.jpg

শহর অঞ্চলের বাসা বাড়ির ছাদে তবে অথবা বালতিতে সাহায্য মাটিতে কিছু সবজি চাষ করা হয়, যেগুলো বিভিন্ন বাসার ভাড়াটিয়ারা এগুলো লাগিয়ে থাকেন। ছাদে এরকম আরো নানান ধরনের শীতকালীন সবজি গাছ লাগিয়ে রেখেছে যেগুলোর মধ্যে কিছু সবজি ফলে উঠেছে। ছাদে এই সাধারণ কিছু সবজির চাষাবাদ খুবই ভালো একটি আইডিয়া। শীতকালীন যেসব সবজিগুলো বাজারে খুবই সহজে পাওয়া যায় আপনি সেগুলোর মাধ্যমে চাইলে ছাদে গাছ লাগাতে পারেন। এগুলো চাষাবাদ করতে বেশি কষ্ট করতে হয় না। খুবই সহজে আপনিও চাইলে আপনার বাগানে অথবা ছাদে এই টাইপের ফসল ফলাতে পারেন।

1000047051.jpg

For work I use:


ডিভাইস
Redmi Note 13 Pro 5G
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Mirpur, Dhaka, Bangladesh
ছবি তোলা
বাহিরে

শীতকালের কিছু বিশেষ সবজি রয়েছে যেগুলো আপনি বাড়ির ছাদে অথবা বারান্দায় খুব সহজেই চাষাবাদ করতে পারেন। এগুলো চাষাবাদ করলে হয়তোবা আপনার অভিজ্ঞতা হবে এবং আপনি নিজের চাষ করা ফল খেতে খুবই স্বচ্ছন্দ্যবোধ করবেন। আমি এগুলোর কিছুদিন আগে ছাদে উঠে দেখতে পেয়েছিলাম, আপনি ভেবে নিয়েছি যেগুলোর ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। এই টমেটো গাছগুলো ছোট অবস্থায় আমি দেখেছিলাম, সময়ের সাথে সাথে বেশ দ্রুত এটি বড় হয়ে গিয়েছে এবং ফসল ফলন হয়ে গিয়েছে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 88220.52
ETH 2170.83
SBD 0.64