বাংলাদেশের একমাত্র জীবন্ত সত্তা নদী হল "তুরাগ নদী" পর্ব- ১
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীটাকে আমরা সবাই খুব ভালোভাবে চিনি। এ নদীর নাম হচ্ছে তুরাগ নদী। একটা সময় ছিল যখন এই নদী দিয়ে বিভিন্ন ধরনের পানি যানবাহন চলাচল করত, ধীরে ধীরে শহর অঞ্চল উন্নত হওয়ার পাশাপাশি তাদের চলাচল বন্ধ হয়ে যায়। এবং কলকারখানার ময়লা আবর্জনা গুলো এসে এই নদীতে মিশে যাচ্ছে, যার ফলে এখানের পানি দুর্গন্ধযুক্ত এবং ময়লায় পরিপূর্ণ। বর্তমানে এই নদী দিয়ে শুধুমাত্র মালবাহী যানবাহন চলাচল করছে।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Chandpur, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বিভিন্ন ধরনের ছোট ছোট জাহাজ ছোট ছোট টলার নৌকা ইত্যাদি চলাচল করছে। মানুষের এই নদীটা পারাপারের জন্য ব্যবস্থাপনা রয়েছে।
আমি যে মাদ্রাসায় পড়তাম ঢাকা গাজীপুরে অবস্থিত। সেখানে যেতে হলে তুরাগ নদীর পাশ দিয়ে যাওয়া হতো।। যদিও সেখানে যেতে কয়েক ধরনের রাস্তা ব্যবহার করা যায়। আজকে রাজনৈতিক পার হয়ে আমরা একটি গ্রামে ঘুরতে গিয়েছিলাম। এখানে গিয়ে বেশ ভালই আনন্দ।