গোলাপের রাজ্যে থেকে ঘুরে আসার অনুভূতিটাই অন্যরকম ছিল।

in #blog4 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

1000049154.jpg

কিছুদিন আগে আমি আমার বড় ভাইদের সাথে গোলাপের রাজ্য থেকে ঘুরে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গোলাপ গ্রাম, অর্থাৎ এখানে একটি পুরো জায়গা জুড়ে শুধু গোলাপের বাগান আর বাগান। সেই স্থানে যাওয়ার পর আমার মনটা পুরোপুরি ভালো হয়ে যায়, আমি দেখতে পাই চারদিকে শুধু গোলাপ আর গোলাপ দেখা যাচ্ছে। আমার চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু গোলাপ আর গোলাপ। রাস্তার পাশে ছোট ছোট দোকানে বিভিন্ন রকমের ফুল নিয়ে বসে আছেন বিক্রির উদ্দেশ্যে। অনেকে বাগানের মাঝখানে গিয়ে ছবি তোলায় ব্যস্ত ছিল। পরিবেশটা দেখতে এতটা সুন্দর ছিল যা প্রকাশ করার মত নয়। যাওয়ার সময় আমরা তুরাগ নদী পার হয়ে নদীপথে গিয়েছিলাম।

1000049156.jpg

For work I use:


ডিভাইস
iPhone 12 Pro Max
ফটোগ্রাফার
@sayedabdullah
লোকেশন
Chandpur, Bangladesh
ছবি তোলা
বাহিরে

আমি ভাইয়া ভাবীদের বেশ কয়েক রকমের ছবি তুলে দেই এবং আমি নিজেও অনেক ধরনের ছবি তুলি। তবে সেখানে একটা খারাপ দিক হলো সূর্যের তাপ প্রচন্ড থাকার কারণে আশেপাশে খুব বেশি বায়ু দূষণ হচ্ছিল, অর্থাৎ ধুলাবালিতে পুরো বাগান জুড়ে ভর্তির হয়ে গেছে। ধুলোবালি এত প্রচুর পরিমাণে ছিল যে পাতার সবুজ রং লাল বর্ণের ধারণ করে ফেলে। হয়তো বা বর্ষার সময় এগুলো পরিষ্কার হয়ে আরও সুন্দর প্রকৃতি আমাদের উপহার দিতে পারে, কারণ বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির ফলে পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সবুজ শ্যামল গাছপালা খুব দ্রুত বেড়ে উঠবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95184.45
ETH 2601.55
USDT 1.00
SBD 0.43