কর্মজীবন এবং কিছু অভিজ্ঞতা..........

in #blog2 years ago

প্রিয়জন,


কেমন আছেন সবাই? আমি ভালো আছি কিন্তু কেন জানেন, সম্প্রদায়তে সংযোক্ত হওয়ার ফলে আমার কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে।

সম্প্রদায় গুলোতে সংযোক্ত হওয়ার পর থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রথম দিকে আমার কার্যক্রম ভালো ছিল না। প্রথম দিক থেকে এখন পর্যন্ত আমার কার্যক্রম অনেক ভালো কারণ আমি অনেক শিখতে পেরেছি। আমি সম্প্রদায় গুলোতে কাজ করি সেখানে প্রচুর পরিমান শিখার আছে । ফলে আমার কার্যক্রম ভালো হয়েছে।

আমি আশা করি, প্রতিদিন আমার কার্যক্রম একই রাখার চেষ্টা করবো। আজ আমি ব্যস্ত সময়ের মধ্যে নিজের কার্যক্রম নিয়ে একটু লেখার চেষ্টা করছি।

Capture.PNG

উৎস

প্রতিদিনের মত আমি আমার কাজের জন্য বের হলাম। কিছু সময় হাঁটা, কিছু সময় গাড়িতে আবার কিছু সময় হাঁটা। তারপর একটি রুমের মধ্যে কেটে যায় সারাদিন, এমন কি রাত পর্যন্ত। এই ভাবে চলে প্রতিদিনের কর্মব্যস্ত। কর্মস্থলে থাকে নানা রকম কাজ। এই কাজ, সেই কাজ আরো কত কি। কত মানুষের সাথে দেখা, কথা বলা ও নানা রকম কথা শুনা। সময়টি দ্রুত চলে যায়। কিন্তু নিজের জন্য কিছু শিখার চেষ্টা কখনো শেষ হয় না।

ঠিক কিনা বলেন...................

ঠিক এই ভাবে চলে আমার, আপনার প্রতিদিনের কর্মবস্ত জীবন। কর্ম হউক ভালো, জীবন হউক সুখী।

নিজের ভাষায় মনের কথাগুলো

বলার চেষ্টা থাকুক সব সময়

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.027
BTC 54260.16
ETH 2859.91
USDT 1.00
SBD 2.01