বসন্তে ফুলের বাহার
বসন্তে প্রকৃতি সাজছে নানা রঙে। ফুলের কারণে বেড়েছে কীটপতঙ্গের আনাগোনা। ফোটার অপেক্ষায় করবীর কলি।
মধু খেতে গিয়ে হলিহক ফুলের রেণুতে ভ্রমরের মাখামাখি
নতুন পাতায় হেঁটে বেড়াচ্ছে একটি ‘জুয়েল বাগ
এখনো ফোটেনি ফুল। কলিতে বসেছে শ্বেত ময়ূর বা হোয়াইট পিকক প্রজাপতি।
বসন্তের ফুল রক্তকাঞ্চন