রাজধানীতে পানি সংকট কি আসলেই নেই?

in #blog7 years ago

pani-108225.jpg
গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে পানি সংকট। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অথচ সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার দাবি, রাজধানীর ৯৫ ভাগ এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সোমবার দুপুরে ওয়াসা ভবনে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এই দাবি করেন। তিনি আশ্বাস দেন, সামনের রমজানে পানি সংকট থাকবে না। এ ছাড়া বর্ষাতেও জলমগ্ন হবে না রাজধানী।

পানি সংকটে আছেন কি না- এমন প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন দক্ষিণ কমলাপুরবাসী। ক্যামেরা দেখে পানির পাত্র নিয়ে বিক্ষোভও করেন তারা।

এক নারী বলেন, 'ভোটের সময় শুধু বলে, ভোট দেন, ভোট দেন আর আমরা জনগণ মরি হাহাকারে। দুইটা মাস পানি পাই না।'

রাস্তায় যখন বিক্ষোভ চলছে তখন রান্না ঘরে আঞ্জুমানআরা থালাবাটি ধুচ্ছিলেন কেনা পানি দিয়ে।

তিনি বলেন, 'পানির অভাবে খুবই সমস্যায় পড়তে হচ্ছে। ছেলে-মেয়েদের নিয়ে খুব সমস্যায় আছি। সংসারের কাজগুলো করতে পারছি না ঠিকভাবে।'

সোমবার বিকেলে যখন দক্ষিণ কমলাপুরে এই দশা তার ঘন্টা তিনেক আগে 'শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিয়ে' ওয়াসা ভবনে বসে সংবাদ সম্মেলন। এতে ওয়াসার এমডি তাকসিম এম খান দাবি করেন, পানির সংকট-নেই বললেই চলে।

তিনি বলেন, 'ঢাকা শহরের পানির সংকট তো দূরের কথা, সর্বোপরি কোন সমস্যাও নেই।'

স্বভাবতই তার এই দাবির সঙ্গে একমত নয় দক্ষিণ কমলাপুরেরমতো, আরামবাগ, মগবাজার, ধোলাইখাল, গেন্ডারিয়া, জুরাইন, খিলগাঁও, মাণ্ডা, মিরপুরের মণিপুরীপাড়া, উত্তর বাড্ডার সাতারকুল কিংবা পুরান ঢাকার নাজিরা বাজারের পানি সংকটে থাকা লাখো মানুষ।

কয়েকজন দাবি করেন, ওয়াসার এমডি যে কথা বলেছেন সেটা তিনি অফিসে বসে বলেছেন। প্রকৃতি অবস্থা সম্পর্কে তার কোন ধারণাই নেই।

গ্রীষ্মের আগেই রাজধানীর যখন এই অবস্থা, সেই সময় ওয়াসা কর্তৃপক্ষের আশ্বাস, রমজানে সংকট পোহাতে হবে না নগরবাসীকে।

সংবাদ সম্মেলনে উঠে আসে জলাবদ্ধতার প্রসঙ্গও। সামনেই বর্ষা, তাই প্রশ্ন করা হয়, গতবারের মতো এবারও কি ডুববে ঢাকা?

ওয়াসার এমডি বলেন, 'আমাদের আর্টিফিসিয়াল যে ড্রেনেজ সিস্টেম সেটা আমাদের নিয়ন্ত্রণে আছে। এবং আমরা আগামী বছর গতবছরের তুলনায় আমরা ভালো থাকবো।'

তবে জলাবদ্ধতা নিয়ে ব্যবস্থাপনা পরিচালক কৌশলে জানিয়েছেন, ইলশেগুড়ি বৃষ্টি ১০ দিন হলেও ভয়ের কিছু নেই, যদি না ভারি বর্ষণ হয়।

Sort:  

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by eshasikder593 from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.

Hi @poweryou
Excellent article. I subscribed to your blog. I will follow your news.
I will be grateful if you subscribe to my blog @user2627
Good luck to you!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.039
BTC 100104.47
ETH 3619.58
USDT 1.00
SBD 3.10