অনলাইন থেকে ইনকামের কিছু ভাল মাধ্যম নিয়ে আজকের আর্টিকেল ! Bangla Blog ! Episode_07

in #blog7 years ago

একটা সময় ছিল, যখন আমি প্রথম অনলাইনে ইনকাম করার চিন্তা করি। সেই সময় ইউটিউব সার্স করে যে মাধ্যম গুলা আমার চোখে সবার আগে চলে আসে, সেগুলা আসলে ভবিষ্যৎ এর জন্য পজিটিব না।

You Want Earn From Online.jpg

আপনি চিন্তা করছেন কি সেই মাধ্যম? আচ্ছা বলছি –

আপনি PTC সাইট এর নাম শুনেছেন? হয়তো শুনেছেন বা শুনেন নি। তবুও বলছি- পিটিসি হলো , কোন একটা এড এ ক্লিক করার মাধ্যমে কয়েক সেন্ট $ ইনকাম করা। পিটিসি সাইট থেকে ইনকাম অনেকেই বলে হয়না। আবার অনেকেই বলে ১০০% হয়।

আমি একটু বুঝিয়ে দিচ্ছি কেন এই দ্বিমত। যারা বলছে হয় তাদের এখানে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং এই পরিশ্রমের ফলে তারা ভাল পরিমানের কিছু রেফারলে কালেক্ট করতে পেরেছে তাই তাদের ইনকাম আসলেই হয়। আর যারা বলছে হয়না, তারা এই সেকটরে বেশি সময় দিতে পারেনি এবং তারা রেফারেল কালেক্ট তেমন করতে পারেনি। তাই তাদের কথা মতে ইনকাম হয়না এটাই স্বাভাবিক।

এখন আমাকে যদি বলেন, আপনার মতামত কি এই পিটিসি সাইট নিয়ে? আমার উত্তর ১০০% নেগেটিব হবে কয়েকটা কারনে। দেখেন এই পিটিসি সাইট কখনোই আপনার ফিউচারে ভাল কিছু নিয়ে আসবেনা। আর আপনি খুব ভাল করেই জানেন এসব সাইট বেশিদিন টিকেনা। আর এই সব কাজ দিয়ে আপনি কোথাও ভাল একটা জবও করতে পারবেন না। এই সাইট গুলা এই আছে তো এই নেই। মোট কথা হলো এখান থেকে আপনি ক্রিয়েটব কিছুই শিখতে পারবেন না। এমন কাজ শিখুন যেটার ভবিষ্যৎ ভাল।

আমরা অনেকেই MLM এর কথা শুনেছি। এর অর্থ হল – মাল্টি লেভেল মার্কেটিং। এই মার্কেটিং প্রসেসটা এখন অনেকের কাছে খুব খারাপ একটা ভাইরাস বলতে পারেন।
সত্যি বলতে এই প্রেসেসটা যেই ব্যাক্তি তৈরি করেছনে উনি কিন্তু ভাল কিছু উদ্দ্যশ্য নিয়েই তৈরি করেছেন। আর আপনি জানলে অবাক হবেন যে, এই সিস্টেমে TOYOTA কম্পানির গাড়ি ৫৭% বিক্রি হয়ে থাকে। আর আপনিও খুব ভাল করে জানেন যে TOYOTA কম্পানি কতটা ভাল কম্পানি। এখন আমরা যদি নিজেরাই একটা ভাল সিস্টেম কে খারাপ ভাবে ইউজ করেই তাহলে এই দোষ তো আমাদের সেই সিস্টেমের না।

যাই হোক আমরা নিজেরাই ভুলের মধ্যে আছি, আর তাই ক্লিক করে করে টাকা ইনকাম করার চিন্তায় এখনো অনেকেই মগ্ন। আর ভাল কোন সিস্টেমে খারাপ ভাবে ইউজ আমরাই করছি। আসুন আমরা নিজেদের চিন্তাকে বদলাই। তাহলে ভাল কিছু দেখতে পারব।

অনলাইনে কোন ধরনের কাজ ভাল ফিউচার নিয়ে আসতে পারে ?

খুব ভাল একটি প্রশ্ন। যদি ভবিষ্যৎ এর কথা বলতে হয়, তাহলে সবার প্রথমে যে কাজের কথা আমার মাথায় আসবে সেটা হল – ফ্রিলান্সিং। আপনি স্বাধিন ভাবে এই কাজ করতে পারবেন। নিজের সময় মত এই কাজ করে ভাল একটা ইনকাম জেনারেট করে নিজেকে প্রমাণ করতে পারবেন।

০১। ফ্রিলান্সিং আসলে কি ?

ফ্রিলান্সং এমন একটি ভাল পেশা, যেখানে আপনার কোন একটি বিষয়ে খুব ভাল দক্ষতা থাকতে হবে এবং আপনার অবশ্যই যেকোন একটি ফ্রিলান্স মার্কেট প্লেসে একাউন্ট থাকতে হবে। সেই মার্কেট প্লেসে অনেক কাজ পাওয়া যায়। আপনি যেই কাজ পারেন সেই কাজের উপর বিট করবেন। বিট করার পরে যদি কোন ক্লাইন্ট আপনাকে সিলেক্ট করে এবং আপনাকে কাজটি করতে দেয়। আর সেই কাজটি আপনি খুব ভাল দক্ষতার সাথে করে দেন। তাহলে সেই কাজের বিনিময়ে ক্লাইন্ট আপনাকে কিছু টাকা দিবে। আর এই প্রসেসে আপনি খুব ভাল একটা এমাউন্ট জেনারেট করতে পারবনে।

ফ্রিলান্সিং করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোন একটি বিষয়ে খুব ভালভাবে দক্ষতা অর্জন করে নিতে হবে। আপনি যদি ভাল কাজ পারেন তাহলে আপনার কাজের কোন অভাব হবেনা।

এখনে যে কোন বিষয়ে দক্ষতা বলতে কি বুঝানো হয়েছে ?

আপনি যদি ভাল গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে খুব ভাল পরিমানের বেলু আছে আপনার। আবার আপনি যদি ওয়েব ডেভেলোপার হয়ে থাকেন তাহলেও অনেক কাজ ফ্রিলান্সিং মার্কেট প্লেস গুলোতে পাবেন।

দক্ষতার বিষয়ের অভাব নেই। আপনি যদি খুব ভাল লিখতে পারেন, তাহলে ওয়েব সাইটের কনটেন্ট রাইটার হিসেবেও অনেক কাজ পাবেন। বুঝতেই পারছেন প্রতিটা কাজ ক্রিয়েটিব এবং বেল্যুএবল। যেগুলার সত্যিই খুব ভাল ফিউচার আছে। এখানে সব কিছু নিয়ে বিস্তারিত বলা সম্ভব না। এক একটা বিষয় নিয়ে আলাদা ভাবে আর্টিকেল লিখতে হবে।

০২। মার্কেটিং

এই ট্রেকেও আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। এখানে আপনি অনলাইনের মাধ্যমে নিজের বা অন্য কোন কম্পানির পন্য বা প্রোডাক্ট বিক্রি করার উদ্দ্যশে কাজ করে ইনকাম করতে পারবেন। এই ট্রেকে আপনাকে অনেক মেধা এবং টাকা ইনবেস্ট করতে হবে। অনেক কিছু জানতে হবে এবং প্রচুর পরিশ্রম করে যেতে হবে।
তবে এই ট্রেকে যদি সঠিক ভাবে কষ্ট করে যেতে পারেন তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

আপনি হয়তো শুনেছেন এফিলিয়েট মার্কেটং, সিপিএ মার্কেটিং, ভিডিও মার্কেটিং ইত্যাদি। এগুলা সব মার্কেটিং এর ভিতরেই পরে। তাই মার্কেটিং কে ফ্রিলান্সিং এর সাথে তুলনা করা যাবেনা।

০৩। পাবলিশার বিজনেস

আপনি অবশ্যই এডসেন্স এর কথা শুনেছেন। হ্যা, গুগল এডসেন্স। এই ট্রেকে কাজ করে আপনি গুগল বা ইউটিবের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আপনি যদি শুধু ওয়েব সাইট থেকে ইনকাম করতে চান, তাহলে খুব ভাল মানের প্রফেশনাল ওয়েব সাইট থাকতে হবে।

আর যদি শুধু ইউটিউব কে কেন্দ্র করে ইনকাম করতে চান, তাহলে খুব ভাল মানের ইউটিউব চ্যানেল গ্রো করতে হবে ।

আর যদি দুইটা একসাথেই করতে চান, তাহলে তো অনেক বেশি ভাল হয়। খুব ভাল একটা টপিক নিয়ে ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানলে খুলে নিবেন। এবং নিয়মিত সেই টপিকের উপর টেক্সট কনটেন্ট ওয়েবসাইটে এবং ভিডিও কনটেন্ট ইউটিউব চ্যানলে আপলোড দিয়ে যাবেন। একটা সময় অনেক ভাল ইনকাম জেনারেট হবে এই দুই মাধ্যম হতে।

০৪। প্রিন্ট অন ডিমান্ড

এই ট্রেক খুব ভাল মানের ডিজাইনারদের জন্য। আপনি যদি খুব ভাল ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রিন্ট অন ডিমান্ট ট্রেক অনেক পজিটিব একটা বিষয়।
এই বিজনেস সিস্টেমে আপনি খুব ভাল একটি টি-শার্ট বা অন্য কোন কিছুর ডিজাইন করলেন এবং এই ডিজাইন করা টি-শার্ট এর মার্কেটিং করলেন। এখন যদি কেউ আপনার ডিজাইন করা টি-শার্ট টি অর্ডার করে, তাহলে কিছু কম্পানি আছে যারা আপনার তৈরি ডিজাই করা টি-শার্ট টিকে বাস্তবে রুপ দিয়ে অর্ডারকৃত পারসোনের কাছে পৌছে দিবে। আর এই পুরো সিস্টেমটা হলো প্রিন্ট অন ডিমান্ট নামে পরিচিত। আপনি হয়তো Teespring এর নাম শুনেছেন। এটি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ট এর একটি অনেক বড় উদাহারণ মাত্র।

steemit line.png

অনলাইন থেকে ইনকাম করার আরো অনেক ভাল ভাল মাধ্যম আছে। আপনি চেষ্টা করব আরো ভাল কিছু টপিক নিয়ে লিখতে। আর্টিকেলটি ভাল লাগলে প্লিজ রিইস্টিম করবেন, ভোট করে উৎসাহিত করবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ!

steemit line.png

আপনি যদি আগের কিছু বাংলা ব্লগ মিস করে থাকেন তাহলে নিচের লিংক গুলো থেকে পড়ে আসুন -

Bangla Blog Episode_06
Bangla Blog Episode_05
Bangla Blog Episode_04

You Want Earn From Online?
Read My English Blog

POSITIVE COMMENT, UPVOTE, AND FOLLOW ME

I Always Follow Them-
@docktalk
@shahadatsagor
@alaminhosssain
@zaku
@dindar
@jahangirwifii
@shuvomahfuz

Sort:  

well described and very informative. I can feel my journey through your writing .

Thank You bhai @doctalk. Pray for about my online positive activities!!

Congratulations @kawkab! You have received a personal award!

1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.

Do not miss the last post from @steemitboard!


Participate in the SteemitBoard World Cup Contest!
Collect World Cup badges and win free SBD
Support the Gold Sponsors of the contest: @good-karma and @lukestokes


Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29