একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে।। প্রথম পর্ব
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
নবী-রাসূলগণ ধারাবাহিকভাবে এ দুনিয়াতে এসেছিলেন। তাঁদের সকলের দ্বীন ও দাওয়াতের ভিত্তি ছিলো এক ও অভিন্ন। তাঁরা সকলেই একই দ্বীনের দাওয়াত দিতেন। সকলেরই কথা ছিলো, এক আল্লাহকে মানো, তাঁর সত্তা ও গুণে কাউকে শরীক করো না। কেবল তাঁরই ইবাদত করো। ইবাদতে কাউকে অংশীদার করো না। মহান মালিক আল্লাহর মনোনীত সব নবী-রাসূলকে সত্য বলে জানো। তাঁর ফেরেশতাদের প্রতিও বিশ্বাস রাখো।
ফেরেশতাগণ আল্লাহ তা'আলার একটি পবিত্র সৃষ্টি। তাঁরা পানাহার করে না। ঘুমায় না, ক্লান্ত হয় না। তাঁরা আল্লাহ তা'আলার পরম অনুগত। তিনি ফেরেশতাগণের মাধ্যমে যেসব কিতাব পাঠিয়েছেন, সেগুলোকে সত্য বলে বিশ্বাস করো। বিশ্বাস রাখো, মৃত্যুর পর তোমাদের পুনরায় জীবিত করা হবে। ভালো-মন্দ তাকদীর আল্লাহ তা'আলার পক্ষ থেকেই হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |