আমাদের সকলের জন্য দুইটি কথা। শেষ পর্ব।।
প্রিয়, পাঠকগণ,আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
এ পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পরবর্তী জীবনই হল স্থায়ী ও অসিম। নিজের প্রকৃত মালিকের দাসত্ব ও আনুগত্য না করে মারা গেলে মৃত্যুর পর জান্নাত তো পাওয়া যাবেই না; বরং অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজ আমাদের লক্ষ-কোটি ভাই-বোন না বুঝে জাহান্নামের পথে প্রতিযোগী হয়ে স্রোতের মতো ছুটছে।
তারা যেসব পথ ধরে চলেছে, সেসব পথ সোজা নরকে গিয়ে মিশেছে। এমতাবস্থায় যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসেন, মানবতায় বিশ্বাস করেন, তাদের কর্তব্য হলো এগিয়ে আসা এবং নরকগামী মানুষগুলোকে রক্ষা করার মহান মিশনে অবতীর্ণ হওয়া।
আমি আনন্দিত যে, মানবতার নিখাদ দরদী, পথহারা মানুষের মুক্তিচিন্তায় ব্যাকুল, মানুষের প্রতি সত্যিকার সহানুভূতিশীল মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আপনাদের সেবায় প্রেম-ভালোবাসার কিছু ফুল নিবেদন করেছেন। এ নিবেদনের পাতায়-পাতায় মানবতার প্রতি লেখকের ভালোবাসা ফুটে উঠেছে। মুসলমান হিসেবে আমাদের সকলের যে দায়িত্ব ছিলো, মাওলানা কালিম সিদ্দিকী এই নিবেদনের মাধ্যমে তা সম্পাদন করেছেন।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@dreamlife10 |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |