শুভ সকাল বন্ধুরা
শুভ সকাল বন্ধুরা
আজ রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮, ৮ আশ্বিন ১৪২৫, ১২ মহররম ১৪৪০ এখন শরৎকাল
সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
আনন্দময় হোক আপনার সারাদিন।
এখন কিন্তু অনুপ্রারণা খোঁজার সময় নয়। আপনার ইগোকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রাখুন। যদি আপনার কাছে সব উত্তর থাকত তাহলে হয়ত এতক্ষণে আপনি সব বাধা দূর করতে পারতেন। আপনার দরকার অন্যদের সহায়তা। আপনার পরিচিত যারা স্পষ্ট ও সত্যবাদী তাদের দ্বারস্থ হোন। তাদেরকে বলুন আপনার কাজ ও চিন্তাধারাকে প্রশ্ন ও চ্যালেঞ্জের মুখোমুখি করার জন্য। নিজের পন্থার সাফাই গাওয়া থেকে বিরত থাকুন। মনকে খোলা রাখুন এবং নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করে নিন। হয়ত এতে কষ্ট হবে আপনার তবে অহেতুক চিন্তা ও বিভিন্ন অকার্যকর প্রক্রিয়া – যার ফলে আপনার সামনে এগিয়ে যাওয়া ব্যাহত হচ্ছে, তা এর মাধ্যমে আপনি কাটিয়ে উঠতে পারবেন. More info
Congratulations @creativeidea! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard: