আমাদের দেশের জাতীয় ফুল হলো শাপলা।। পার্ট-1

in #blog14 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা শাপলা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ফুল মানেই অদ্ভুত এক সৌন্দর্য।আমাদের দেশের জাতীয় ফুল হিসাবে শাপলা ফুলটিই আমাদের সকলের কাছে পরিচিত।এই শাপলা ফুলগুলো যে কোনো খাল-বিল,হাওর-বাওর,নদী-নালাতেও ফুটে থাকে।শাপলা ফুলগুলো অনেক রঙের হয়ে থাকে।আমরা বেশিরভাগ সময় লাল,নীল এবং সাদা রঙের ফুলগুলো দেখে থাকি।আমাদের দেশে নানা রকম রংয়ের শাপলা ফুল রয়েছে।

IMG20241101101440.jpg

IMG20241101101412.jpg

এগুলো থাকা সত্ত্বেও সাদা শাপলাটি আমাদের দেশে জাতীয় ফুল।তবে বেশিরভাগ জায়গাতে সাদা শাপলা ফুলটি বেশি ফুটতে দেখা যায়।এই শাপলা ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমনই এটি অনেকে রান্না করেও খেয়ে থাকে।শাপলা ফুল দিয়ে অনেকে মাছের রেসিপি তৈরি করেও খেয়ে থাকে।অনেকে আবার এই শাপলা গুলোকে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকে।

IMG20241101101449.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শাপলার তরকারি গুলো খেতে আমার খুবই ভালো লাগে।শাপলা ফুল থেকে আমরা ভ্যাট পেয়ে থাকি।যেটি অনেকেই খই তৈরি করে খেয়ে থাকে।শাপলা ফুলগুলো যখন একেবারে বড় হয়ে নষ্ট হয়ে যায়।তখন এই ভ্যাটগুলো তৈরি হয় এবং এটি অনেকে শুকিয়ে খই তৈরি করে থাকে।শাপলা ফুলের ভ্যাটের খুই খেতে খুবই মজাদার।শাপলা ফুলটি যেমন আমাদের দেশে জাতীয় ফুল।ঠিক তেমনি শ্রীলংকার জাতীয় ফুল ও শাপলা।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।
Sort:  

খুব সুন্দর লিখেছেন। অনেক দিন পর শাপলা দেখে ভালো লাগছে।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87161.65
ETH 3057.00
USDT 1.00
SBD 2.75