ভীষণই জনপ্রিয় একটি প্রানি হলো হরিণ।। পার্ট-2

in #blog2 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

হরিণের সৌন্দর্য বৃদ্ধি পায় তার শিং এর মধ্যে।পুরুষ হরিণ গুলোর লম্বা লম্বা শিং হয়ে থাকে।কিন্তু মহিলা হরিণ গুলোর কোন শিং হয় না।ঘাস লতাপাতা এগুলোই সবচাইতে পছন্দের খাবার হরিনের।নানা ধরনের ফুল হরিণের পছন্দনীয় একটি খাবার।হরিণের গড় আয়ু ১০ থেকে ২০ বছর।

IMG20241225141752.jpg

তবে কিছু কিছু হরিণ এর থেকে বেশি সময়ও বাঁচতে পারে।হরিণ যদি আবদ্ধ পরিবেশে বেড়ে ওঠে,তাহলে সেই হরিণ গুলো বেশি বেঁচে থাকতে পারে।এশিয়া,ইউরোপ এবং আমেরিকার কিছু কিছু অঞ্চল গুলোতে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়।হরিণ ভীষণই চঞ্চল একটি প্রাণী।

IMG20241225141736.jpg

IMG20241225141718.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

এই চাঞ্চল্যের জন্যই হরিণকে সকল মানুষই চিনে থাকে।আমাদের দেশের কিছু কিছু পশু পাখির খামারে কিংবা চিড়িয়াখানাতে এই হরিণ গুলো দেখা যায়।দলে দলে যখন হরিণগুলো দৌড়ায় দেখতে অসম্ভব সুন্দর দেখায়।হরিণের শরীরটা দেখতে খুবই সুন্দর।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.23
JST 0.039
BTC 98903.73
ETH 3319.12
SBD 6.93