সকল মানুষের পছন্দের একটি খাবার হলো মোরব্বা।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও খুব ভালো আছি।
মোরব্বা খেতে আমার ভীষণই ভালো লাগে।জালি কুমড়া/চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করা হয়ে থাকে।জালি কুমড়ার তৈরি করা মোরব্বা খেতে আমার খুবই ভালো লাগে।গ্রামের বাড়িতে আসলে,তখনই এই মজার মজার খাবার গুলো খাওয়া হয়ে থাকে।আমার মা অনেক মজার খাবার তৈরি করতে পারে।আজ অনেক দিন পর এই মোরব্বা খেয়েছিলাম।
আমার মায়ের হাতে তৈরি করা মোরব্বা খেতে খুবই মজার হয়ে থাকে। আমারতো ভীষণই ভালো লাগে।এই মোরব্বা এখন বাজারেও কিনতে পাওয়া যায়।কিন্তু বাড়িতে বানিয়ে খেলে বাজারের কেনা গুলোর থেকে দ্বিগুণ স্বাদ হয়ে থাকে।অনেকেই আছে যারা বাড়িতেই কেক তৈরি করে খেয়ে থাকে।কেক এর সাথে মোরব্বা ও দিয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
অনেক বেকারিতে কেক এর মিশ্রণের সাথে মোরব্বা ছোট টুকরো করে দিয়ে কেক বানিয়ে থাকে।সেই কেক গুলোর অন্যরকম স্বাদ হয়ে থাকে।আমার কেক গুলো খেতে খুবই ভালো লাগে।মোরব্বা দিয়ে তৈরি করা যেকোনো খাবারই আমার খুবই পছন্দের।মোরব্বা খেতে আমি ভীষণই ভালোবাসি।আমার পছন্দনীয় কিছু খাবারের মধ্যে মোরব্বা একটি।