বন্ধুদের সাথে বাহিরে ঘুরতে গিয়ে কিছু স্ট্রিট ফুড খেলাম।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
সকল বন্ধুরা একসাথে মিলে মাঝে মাঝে সময় কাটালে।বন্ধুত্বের সম্পর্ক গুলো আরো বেশি মজবুত হয়।একে অপরকে ভালো ভাবে চিনতে পারার জন্য অবশ্যই একসাথে সময় কাটানো উচিৎ।এই ঘুরতে যাওয়া বা বন্ধুদের সাথে একসাথে সময় কাটানো।
এই ব্যাপার গুলোই একটা সময় স্মৃতি হয়ে থাকবে।তাই আমাদের উচিৎ সময় থাকতে নিজের জীবনটাকে ভালো ভাবে উপভোগ করা।হয়তো একটা সময় অনেক ইচ্ছা হলেও কোথাও যাওয়ার সময় পাওয়া যাবে না।জীবন তার নিজের নিয়মে চলতে থাকবে।
শুধু তার মাঝখান থেকে আমাদের কিছু সময় বের করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে।বন্ধুত্ব নামক এই শব্দটা অনেক বড় একটি সম্পর্ক।যে সম্পর্কটি কখনোই নষ্ট হওয়ার নয়।আমাদের উচিৎ জীবনকে তার প্রাকৃতিক নিয়মে ছেড়ে দেওয়া।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সে সময় মতো নিজের চাহিদা বা ইচ্ছে গুলো ঠিকই পূরণ করে নেবে।সুতরাং আমরা সব সময় নিজের জীবনকে উপভোগ করার চেষ্টা করবো।এতে করে মন এবং শরীর দুইটিই খুব ভালো থাকবে।