বিভিন্ন ধরনের পাখি নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-3

in #blog15 hours ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বিভিন্ন ধরনের পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তবে গ্রাম-অঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই কবুতর পুষতে দেখা যায়।আমার ও পাখি পুষতে অনেক বেশি ভালো লাগে।কবুতর এমনই একটি পাখি,যা মানুষেরা বাসায় পোষে খাওয়ার জন্য।মানুষের খাবার উপযোগী একটি পাখি হলো কবুতর।পৃথিবীতে নানা ধরনের শিকারী পাখি রয়েছে।

IMG20250117124449.jpg

IMG20250117125314.jpg

IMG20250117124918.jpg

সেগুলো খবই শক্তিশালী হয়ে থাকে।তাই তারা দূর্বল পাখিদেরকে শিকার করে।আর তার পর সেগুলোকে নিজেদের খাবার হিসাবে খেয়ে থাকে।পৃথিবীতে থাকা অনেক পাখিই বিলুপ্ত হয়ে গিয়েছে।সে সব পাখি এখন দেখা যায় না বললেই চলে।

IMG20250117124458.jpg

IMG20250117124440.jpg

IMG20250117125244.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

পৃথিবীতে এখন প্রচুর পরিমানে বন ভূমি ধ্বংস হচ্ছে।যার কারনে হাজারো পাখি নিজ বাসা হারিয়ে ফেলছে।নানা রকম ভাবে পরিবেশ দূষণ হওয়ার কারনেও পাখিরা নিজের বাসস্থান হারিয়ে ফেলছে।এতে করে মানুষ সহ নানা ধরনের পশু-পাখির ওঅনেক ক্ষতি হচ্ছে।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 97483.71
ETH 2682.46
USDT 1.00
SBD 2.84