পয়েনসেটিয়া গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পয়েনসেটিয়া গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
তখনই এই পয়েনসেটিয়া গাছ গুলো দিয়ে বিভিন্ন জায়গা সাজানো হয়ে থাকে।সৌন্দর্যের জন্য হাজার রকমের ফুল দিয়ে অনুষ্ঠান উৎযাপনের জায়গা সাজানো হয়।এই পয়েনসেটিয়া গাছ গুলো দেখতে লাল,সাদা এবং গোলাপি রঙের হয়ে থাকে।
দেখতে অপূর্ব দেখায়।এই পয়েনসেটিয়া গাছ গুলো বেড়ে ওঠার সাথে সাথে এর পাতা গুলো রঙিন হতে থাকে।গাছ গুলো যেমন বড় হয়।ঠিক তেমনি সৌন্দর্যও বেড়ে যায়।বাড়ির উঠানের চারপাশে এই পয়েনসেটিয়া গাছ গুলো একটি করে কয়েকটি গাছ লাগিয়ে রাখলে।
বাড়ির সৌন্দর্যটা দ্বিগুন বৃদ্ধি পাবে।পয়েনসেটিয়া গাছ গুলোর রঙিন পাতা গুলোকে অনেকে ফুল মনে করে।কিন্তু পাতা গুলো ফুল নয়।এ গুলো ব্র্যাক্ট নামে পরিচিত।এই পয়েনসেটিয়া গাছ গুলোর ফুল গুলো এই ব্র্যাক্ট এর মাঝখানে হয়ে থাকে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
এই পয়েনসেটিয়া গাছ গুলোর ফুল গুলো খুবই ছোট হয়ে থাকে।যার ফলে অনেকের চোখেই এই ফুল গুলো পরে না।এই গাছ গুলো কয়েকটি রঙের সংমিশ্রণে বৃদ্ধি পায়।দেখতে খুবই সুন্দর দেখায়।এই পয়েনসেটিয়া গাছ গুলোর বেশ কয়েকটি প্রজাতী রয়েছে।