কুয়াশাচ্ছন্ন একটি শীতের সকালের মিষ্টি রোদে আমার করা ফটোগ্রাফি।।

in #blog18 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

শীতের সকাল মানেই সকল মানুষের কাছে একটি অন্য রকম ভালো লাগা।সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের শরীরের জন্য খুবই উপকারি।তাই আমাদের উচিৎ তারাতারি ঘুম থেকে ওঠা।শীতের সকালে তারাতারি ঘুম থেকে উঠলে, সকালটাকে উপভোগ করা যায়।শীতের সকালের মিষ্টি রোদ যেন সকালটাকে স্বর্ণাচ্ছন্ন করে তোলে।যা দেখতে অপরূপ সুন্দর দেখায়।

IMG20240710073346.jpg

IMG20240710072834.jpg

IMG20240710073943.jpg

IMG20240710073719.jpg

IMG20240710072826.jpg

IMG20240710072822.jpg

গ্রাম অঞ্চলের মানুষেরা এই অপরূপ দৃশ্য গুলো খুব বেশি উপভোগ করতে পারে।শীতের সকালে গ্রাম অঞ্চলের রাস্তা গুলো দিয়ে হাঁটার মজাটাই আলাদা।গ্রাম অঞ্চলে সব সময়ই স্বতেজ এবং পরিষ্কার বাতাস বইতে থাকে।এই স্বতেজ বাতাস গুলো শহর অঞ্চলের মানুষেরা কখনো উপভোগ করতে পারে না।আরো অনেক কিছুই আছে যেগুলো গ্রামে থাকা মানুষেরা খুব সহজে পেয়ে যায়।

IMG20240710073612.jpg

IMG20240710073550.jpg

IMG20240710073444.jpg

IMG20240710072815.jpg

IMG20240710072737.jpg

আমি সবসময়ই গ্রামে থাকতে পছন্দ করে থাকি।গ্রাম অঞ্চলে পরিবারের সকলের সাথে সময় কাটানোর মজাটাই আলাদা।আর শীতের সকালে মায়ের হাতের দারুণ দারুণ পিঠা খেতে কে না ভালোবাসে।আমি তো মায়ের হাতের তৈরি পিঠা খেতে খুবই ভালোবাসি।আমার মা নানান রকম পিঠা তৈরি করতে পারে।আমার মায়ের হাতের তৈরি সকল পিঠাই খেতে আমি ভীষণ ভালোবাসি।

IMG20240710073432.jpg

IMG20240710073424.jpg

IMG20240710073407.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শীতের সকালের মিষ্টি রোদে বসে চা খেতেও আমি ভীষণ ভালোবাসি।উঠোনে পরিবারের সকালে একসাথে বসে চা খেতে এবং গল্প করতে আমার খুবই ভালো লাগে।আমি যখন গ্রামে যাই তখন সবাই একসাথে অনেক আনন্দ করে থাকি।যে আনন্দ গুলো শহরের এই ধুলাবালিতে খুঁজে পাওয়া যায় না।ভালো থাকতে হলে এবং সুস্থ থাকতে হলে আমাদের উচিৎ গ্রাম অঞ্চলে গিয়েও সময় কাটানো।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 87739.92
ETH 3095.67
USDT 1.00
SBD 2.77