পয়েনসেটিয়া গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-3

in #blog5 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পয়েনসেটিয়া গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তার মধ্যে একটি প্রজাতীর গাছ উচ্চতায় তিন থেকে চার ফুট লম্বা হয়ে থাকে।আবার কিছু কিছু প্রজাতীর গাছ উচ্চতায় অনেক বড় হয়ে থাকে।সেই গাছ গুলো বারো থেকে তেরো ফুট পর্যন্ত হয়ে থাকে।এই পয়েনসেটিয়া গাছ গুলো সূর্যের আলোতে সব চাইতে ভালো জন্মাতে পারে।

IMG20250121085613.jpg

IMG20250121085328.jpg

তবে এই পয়েনসেটিয়া গাছ গুলো কড়া সূর্যের তাপে বাঁচতে পারে না।হালকা রোদ এবং হালকা ছায়া থাকলে সব চাইতে ভালো।এই পয়েনসেটিয়া গাছ উৎপাদন করার জন্য মাটি নির্বাচন করা খুবই জরুরি।

IMG20250119170405.jpg

IMG20250121085345.jpg

কারন পয়েনসেটিয়া গাছ গুলো দো-আঁশ মাটিতে খব ভালো ভাবে বেড়ে উঠতে পারে।এই পয়েনসেটিয়া গাছ গুলো অতিরিক্ত থকথকে জায়গায় ভালো হয় না।খব বেশি পরিমানে পানি পেলে গাছ গুলো মরেও যেতে পারে।

IMG20250121085353.jpg

IMG20250121085626.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

যেকোনো গাছের গোড়ায় মাঝে মধ্যে নিয়ম করে সার দিলে গাছ গুলো খুব তারাতারি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রচুর পরিমানে রোগ মুক্ত হয়।এতে করে গাছ পালা গুলো খুব তরতাজা এবং পুষ্ট হয়।গাছপালার যত্ন নিলে গাছপালা খুব সহজে বৃদ্ধি পায়।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.036
BTC 98327.91
ETH 3042.37
SBD 4.91