পরিবারের সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম চৌগাছা ডিভাইনে।।
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়ার মধ্যে একটি অন্য রকম আনন্দ রয়েছে।গতকালকে আমরা চলে গিয়েছিলাম ডিভাইনে।সেখানকার পরিবেশটা সত্যিই অপূর্ব সুন্দর।চারদিকের পরিবেশটা ছিল মনোমুগ্ধকর।সকল মানুষই ঘুরতে যেতে পছন্দ করে থাকে।ঘুরতে যাওয়ার জন্য ডিভাইন টা একটি খুবই সুন্দর পরিবেশ সম্পূর্ণ জায়গা।যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে।
যেগুলো দিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আনন্দ করতে পারবে।আমরা সেখানে গিয়ে অনেক মজা করেছিলাম।অনেক ঘোরাঘুরি করেছিলাম অনেক ছবি উঠেছিলাম।সুন্দর জায়গায় ঘুরতে গেলে মনটাই ভালো হয়ে যায়।আমরা সেখানে গিয়ে ফ্রাইড চিকেন খেয়েছিলাম।সেখানকার খাবার গুলো খুবই মজার ছিল।আমার পরিবারের সকলেই সেখানকার খাবার গুলোকে অনেক বেশি পছন্দ করেছে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমি সকলকে নিয়ে মাঝে মাঝেই ডিভাইনে ঘুরতে যাই।সকলে মিলে ঘুরতে গেলে বেশি আনন্দ করা যায়।একা একা ঘুরতে যাওয়ার মধ্যে কোন আনন্দই থাকে না।আমাদের বাবা মায়েরা হয়তো একা একা ঘুরতে বের হয় না।তাই আমাদের উচিৎ বাবা মাকে নিয়ে মাঝে মাঝে বাহিরে ঘুরতে বের হওয়া।তাদেরকে নিয়ে বাহিরে খাবার দাবার খাওয়ানো।তাদেরকে আনন্দ করতে দেখলে নিজেদের ও অনেক ভালো লাগে।গতকাল ডিভাইনে ঘুরতে গিয়ে অনেক আনন্দ করেছি আমরা সবাই।