ভীষণই সুন্দর এবং স্বচ্ছ একটি ফুল হলো চন্দ্রপ্রভা ফুল।। পার্ট-2

in #blog14 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্রপ্রভা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

চন্দ্রপ্রভা ফুল গুলো হলো গ্রীষ্ম এবং বর্ষাকালীন একটি ফুল।গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল গুলোতে চন্দ্রপ্রভা ফুল গাছ গুলো সব থেকে ভালো জন্মাতে পারে।চন্দ্রপ্রভা ফুল গুলোর দুইটি প্রজাতি রয়েছে।একটি প্রজাতির ফুল সাড়া বছরই খুব বেশি পরিমানে ফুল ফোটে।

IMG20241216160105.jpg

আর একটি প্রজাতির চন্দ্রপ্রভা ফুল গাছ সাড়া বছর খুবই কম পরিমানে ফুলো ফোটাতে সক্ষম হয়।এই ফুল গুলো দুইটি রঙের হয়ে থাকে।তার মধ্যে একটি হলো সাদা এবং অপরটি হলো হালকা হলুদ রঙের।তবে হলুদ চন্দ্রপ্রভা ফুল গুলো সব চাইতে বেশি পরিমানে দেখা যায়।

IMG20241216160101.jpg

সাদা চন্দ্রপ্রভা ফুলটি খুব কমই দেখা যায়।এই ফুল গুলো খুব বেশি বড় ও হয় না আবার খুব বেশি ছোটও হয় না,মাঝারি আকৃতির হয়ে থাকে।চন্দ্রপ্রভা ফুলের পাপড়ি গুলো খুবই নরম হয়ে থাকে।এই গাছের পাতা গুলো সবুজ এবং খবই স্বতেজ হয়ে থাকে।

IMG20241216160132.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

এই ফুল গুলো বাংলাদেশ,ভারত,দক্ষিণ এশিয়া এবং নেপালে সব থেকে বেশি দেখা যায়।এই চন্দ্রপ্রভা ফুলগুলো নানা রকমের ঔষধি গুনাগুন রয়েছে।এই ফুলের নির্যাস অনেক রোগের ঔষধ।মাটি ভলো হলে এবং রোদ পরিপূর্ণ ভাবে পেলে এই চন্দ্রপ্রভা ফুল গাছ গুলো খুব ভালো ভাবে বাড়তে পারে।

"ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 103665.42
ETH 3302.15
SBD 4.34