পরিবারের সকলে মিলে ঘুরে এলাম গোলাপগ্রাম।।

in #blog14 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

ঘুরতে যেতে সকল মানুষই ভালোবাসে।চারপাশের পরিবেশকে উপভোগ করার জন্য আমাদের সকলেরই ঘুরতে যাওয়া উচিৎ।আমাদের দেশে ঘুরতে যাওয়ার মতো এবং দেখার মতো অনেক কিছুই রয়েছে।তার মধ্যে গোলাপগ্রাম একটি অসম্ভব সুন্দর যায়গা।মন ভালো হওয়ার মতো একটি যায়গা।

IMG20250204133404.jpg

IMG20250204133407.jpg

IMG20250204133349.jpg

IMG20250204133342.jpg

IMG20250204133345.jpg

যেখানে ঘুরতে গেলে সকলের মন ভালো হতে বাধ্য।গোলাপগ্রাম কে একটি ফুলের রাজ্যও বলা হয়ে থাকে।ঢাকার মধ্যে সুন্দর এই জায়গাটিতে সকল মানুষই ঘুরতে যেতে চায়।বেশির ভাগ মানুষই ফেব্রুয়ারী মাসের শুরুর দিকে গোলাপ গ্রাম ঘুরতে গিয়ে থাকে।

IMG20250204131445.jpg

IMG20250204131440.jpg

IMG20250204131423.jpg

IMG20250204131434.jpg

এই সময়টাতে ফুল প্রচুর পরিমাণে থাকে।গোলাপ গ্রামটি ফুলে ফুলে সেজে ওঠে।লাল,হলুদ,গোলাপি এবং সাদা ফুল দিয়ে ভোরে যায় গোলাপ গ্রাম।গোলাপ গ্রাম হলো লাল মাটির একটি এলাকা।আর লাল মাটিতে গোলাপ গাছ ভালো ভাবে বৃদ্ধি পায়।আর খুব তারাতারি ফুল দিয়ে থাকে।

IMG20250204131421.jpg

IMG20250204131416.jpg

IMG20250204131410.jpg

IMG20250204131407.jpg

IMG20250204131401.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সৌন্দর্য উপভোগ করার মতো একটি জায়গা হলো গোলাপ গ্রাম।নানা রকম ভাবে ফটোশুট করার জন্য মানুষেরা এই জায়গাটিতে গিয়ে থাকে।গোলাপ গ্রামে ঘুরতে গেলে সকালে যাওয়া উচিৎ।এতে করে হাতে প্রচুর সময় ও পাওয়া যায়।আবার লোকজন ও কম পরিমানে থাকে।তবে বিকালের সময়টা তে অনেক মানুষ ঘুরতে আশে।

"ধন্যবাদ জানিয়ে সকলের থেকে বিদায় নিচ্ছি।সবাই খুব ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।"
Sort:  

তাজা তাজা গোলাপগুলো দেখতে অপরূপ লাগছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96469.68
ETH 2711.99
SBD 0.65