তুরাগ নদী নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা তুরাগ নদী নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
স্পিড বোটে ঘোরার জন্যই সকলে তুরাগ নদীতে ঘুরতে আশে।তবে আমাদের দেশে আরো যে সকল নদী রয়েছে।সেগুলো কিন্তু অপরিষ্কার আথবা খুব বেশি নোংরা থাকে না।তবে আমাদের দেশের সব নদী গুলো আরও একটি পরিষ্কার হওয়া উচিৎ।এই নদী গুলো হলো:পদ্মা, মেঘনা,যমুনা ইত্যাদি।
আমাদের দেশে অনেক গুলো নদী রয়েছে।নদীনালা থাকলে দেশের কৃষকদের জন্য খুবই উপকার হয়ে থাকে।কারন তারা সেই পানি দিয়ে তাদের জমিতে সেচ দিতে পারে।নানা রকম প্রয়োজনে পানি ব্যবহার করতে পারে।আমাদের দেশে অনেক নদী থাকার কারনে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
সেগুলো জেলেরা বিক্রি করে থাকে এবং তা থেকে দেশে অর্থ আশে।নদী দুষন হওয়ার প্রধান কারন হলো কলকারখানা থেকে বের হওয়া দুষিত ময়লা।আশেপাশে থেকে আশা ময়লা পানি দুষন করে থাকে।যা নদী গুলোকে হুমকির মুখে ফেলে দেয়।আমাদের উচিৎ সব সময় নদীনালা পরিষ্কার রাখা।যাতে করে পরিবেশ দূষণ না হয়।