খুবই জনপ্রিয় একটি সবজি হলো লেটুস পাতা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা লেটুস গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
সেক্ষেত্রে এই লেটুস পাতা গুলোকে স্যালাড হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।এই লেটুস পাতা গুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারি।খুবই কম পরিমানেই ক্যালোরি থাকে লেটুস পাতাতে।এতে করে সকল মানুষই এটি খেতে পারে।শীতকালীন একটি সবজি হলো লেটুস পাতা।
লেটুস গাছ গুলো কিছু কিছু জায়গাতে সাড়া বছরই চাষ করা হয়ে থাকে।তবে সেই পরিবেশটি হতে হবে নিয়ন্ত্রিত।খুব বেশি পরিমানে শীত অথবা গরমে এই গাছ গুলো বাঁচতে পারে না।লেটুস পাতা গুলো সব ধরনের মাটিতে চাষ করা যায় না।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
লেটুস গাছ গুলো বেলে মাটি অথবা বেলে-দোআঁশ মাটিতে সব চাইতে ভালো জন্মে।লেটুস গাছ গুলো ঝরঝরে এবং সেচ দেওয়া মাটিতে ভালো বাড়তে পারে।ঠান্ডা পরিবেশ গুলোতে লেটুস গাছ গুলো ভালো হয়।সরাসরি রোদ লাগে এই রকম পরিবেশে লেটুস গাছ হয় না।