অপূর্ব সৌন্দর্যের অধিকারি একটি ফুল হলো চন্দ্র মল্লিকা ফুল।। পার্ট-1

in #blog19 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা চন্দ্র মল্লিকা ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

চন্দ্র মল্লিকা ফুল সম্পর্কে সকল মানুষেরই মোটামুটি প্রচুর পরিমানে ধারনা রয়েছে।চন্দ্র মল্লিকা ফুল গুলো হলো শীতকালীন সময়ের ফুল।চন্দ্র মল্লিকা ফুল গুলোর অনেক গুলো প্রজাতী রয়েছে।কিছু কিছু প্রজাতী রয়েছে,যে গুলো আমাদের দেশে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়।

IMG20241216151644.jpg

IMG20241216151652.jpg

IMG20241216153013.jpg

আবার কিছু কিছু চন্দ্র মল্লিকা ফুল আমাদের দেশে দেখা যায় না।সে গুলো বাহিরের দেশেই দেখতে পাওয়া যায়।আমাদের দেশে চন্দ্র মল্লিকা ফুল গাছ গুলোর প্রচুর পরিমানে চাহিদা রয়েছে।এই ফুল গুলো আমাদের দেশে ভীষণ ভাবে জনপ্রিয়।সকলেই এই ফুল গুলোকে অনেক বেশি পছন্দ করে থাকে।

IMG20241216153008.jpg

IMG20241216151436.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সারা বিশ্বেই এই চন্দ্র মল্লিকা ফুল গুলো শোভাবর্ধন করে থাকে।চন্দ্র মল্লিকা ফুল গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে।তার পাশাপাশি বিভিন্ন আকারেরও হয়ে থাকে।ছোট আকৃতির চন্দ্র মল্লিকা ফুল গুলো দেখতে বেশি সুন্দর হয়ে থাকে।চন্দ্র মল্লিকা ফুল গুলো উত্তর-পূর্ব ইউরোপ এবং এশিয়ার উদ্ভিদ হিসেবে গণ্য করা হয়ে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.041
BTC 94894.81
ETH 3306.65
SBD 6.51