বিভিন্ন ধরনের পাখি নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-2
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা বিভিন্ন ধরনের পাখি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কিছু পাখি নিজ বাড়িতে পোষা যায়।পাখিদের শরীরের হাড়ের ভিতরের অংশটা ফাঁপা হয়ে থাকে।তাই তাদের শরীরের ওজন খুবই কম থাকে।পাখি ডিম পাড়ে এবং তার পর তাওয়া দিয়ে বাচ্চা ফুটায়।কিছু পাখি নিজের বাসায় ডিম পেড়ে রেখে অন্য কোথাও চলে যায়।অন্য পাখি সেই ডিম ফুটিয়ে থাকে।
কিছু কিছু পাখিরা নানা ধরনের কীট-পতঙ্গ খেয়ে থাকে।আবার কিছু কিছু পাখি নানা রকমের কাঁচাপাকা ফলমূল খেয়ে থাকে।আরও কিছু পাখি রয়েছে যেগুলো মানুষের খাওয়ার উপযোখি খাবার গুলোই খেয়ে থাকে।পাখিদের মধ্যেও নানান ধরনের ভেদাভেদ রয়েছে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমাদের দেশে শীতের সময় অতিথি পাখির আগমন হয়।আবার শীত শেষ হওয়ার সাথে সাথেই তারা নিজের গন্তব্য স্থানে পৌঁছে যায়।অনেক মানুষই আছে,যারা পাখি পুষতে অনেক বেশি ভালোবাসে।নিজের বাড়িতে নানা রকমের দেশি এবং বিদেশি পাখি পুষে থাকে।