ভীষণই জনপ্রিয় একটি প্রানি হলো হরিণ।। পার্ট-1

in #blog8 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

সকল মানুষের কাছেই পরিচিত একটি স্তন্যপায়ী প্রাণী হলে হরিণ।তবে এই হরিণ সব জায়গাতে দেখা যায় না।আমাদের দেশের বেশ কয়েকটি জায়গাতে এই হরিণ দেখা যায়।হরিণ সম্পর্কে সকল মানুষেরই কম বেশি ধারণা রয়েছে।পাহাড়ি অঞ্চলে হরিণ সবচাইতে বেশি পরিমাণে দেখা যায়।

IMG_20250113_162955.jpg

IMG20241225141732.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বন জঙ্গল এবং তৃণভূমি অঞ্চল গুলোতে হরিণের দেখা মেলে।হরিণ গুলো দেখতে ভীষণই সুন্দর হয়ে থাকে।হরিণের সৌন্দর্য অতি স্বচ্ছ।হরিণ দ্রুত গতিতে দৌড়াতে পারে এবং এগুলোর চটপটে স্বভাবের কারণে সকল মানুষের কাছে এটি পরিচিত।হরিণ প্রচুর পরিমাণে দৌড়াতে পারে।

IMG20241225141748.jpg

হরিণের অনেকগুলো প্রজাতি রয়েছে।কিছু হরিণ খুব ভীষণ লম্বা হয়ে থাকে।আবার কিছু হরিণ বয়স বৃদ্ধি পেলেও আকৃতিতে ছোটই থাকে।যেই হরিণ গুলো উচ্চতায় বেশি পরিমানে লম্বা হয়।সেই হরিণ গুলোই দেখতে বেশি সুন্দর হয়ে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 104321.66
ETH 3303.81
SBD 4.30