পয়েনসেটিয়া গাছ নিয়ে আমার আজকের আলোচনা।। পার্ট-1
সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা পয়েনসেটিয়া গাছ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পয়েনসেটিয়া গাছ গুলো আমাদের দেশের সকল মানুষের কাছে খুব বেশি পরিচিত নয়।এই পয়েনসেটিয়া গাছ গুলো আমাদের দেশে কিছু বছর আগেও কখনো খুব বেশি পরিমানে দেখা যায়নি।এই গাছগুলো অন্য দেশ থেকে নতুন আমদানি করা হয়েছে আমাদের দেশে।
আমাদের মধ্যেই এমন অনেক মানুষও আছে যাদের এই পয়েনসেটিয়া গাছ সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে।আমাদের দেশের কিছু কিছু নার্সারি গুলোতে এখন এই গাছগুলো দেখা যায়।তবে এই পয়েনসেটিয়া গাছ গুলোর খুব বেশি চাহিদা আমাদের দেশে এখনো হয়নি।
এই পয়েনসেটিয়া গাছ গুলোর অন্যান্য দেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা রয়েছে।এই পয়েনসেটিয়া গাছগুলো দেখতে এতোটাই সুন্দর যে সকল মানুষেরই পছন্দের তালিকায় এই গাছটি থাকবে।
For work I use:
মোবাইল |
Oppo A17 |
ফটোগ্রাফার |
@ayeshasiddika10 |
লোকেশন |
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
অপূর্ব সৌন্দর্যের অধিকারী হলো এই পয়েনসেটিয়া গাছ।এই পয়েনসেটিয়া গাছ গুলো নানা রকম সাজসজ্জার কাজে ব্যবহার করা হয়ে থাকে।শীতকালীন সময়ে সব জায়গাতেই প্রচুর পরিমানে অনুষ্ঠান হয়ে থাকে।