সততার মধ্যেই দুর্বলতার শক্তি।

in #blog4 months ago

আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আশা করি আপনারা সবাই এটি পড়ে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।

1000001178.jpg

সততা মানে হলো সঠিক কাজ করা এবং সত্য কথা বলা।কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতা গুলোও প্রকাশ পায়। এই দুর্বলতা গুলোকে যখন আমরা সত্যতার সাথে মেনে নিই, তখন আমাদের মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয়। এই শক্তি আমাদের প্রকৃত শক্তির চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে।

যখন আমরা নিজেদের দুর্বলতাগুলো সৎভাবে স্বীকার করি, তখন অন্যরা আমাদের প্রতি বিশ্বাস করে। এই বিশ্বাস আমাদের আরও সাহসী এবং শক্তিশালী করে তোলে। আমরা যদি আমাদের দুর্বলতাগুলোকে গোপন করি বা লুকিয়ে রাখি, তাহলে আমাদের এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সৎভাবে দুর্বলতা প্রকাশ করলে, সেটা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আমাদের পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবেলা করতে সাহায্য করে।

সততার মধ্যে দুর্বলতার এই শক্তি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করে এবং আমাদের সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে।
(সমাপ্ত)

মোবাইলSamsung Galaxy A05
লোকেশনকুষ্টিয়া বাংলাদেশ
ফটোগ্রাফার@ali630078

আজকে এই পর্যন্ত পরের কোন পোস্টে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.26
JST 0.040
BTC 101672.76
ETH 3666.48
USDT 1.00
SBD 3.15