ভালো নেই

in #blog7 years ago

 রিদয়ের ঘরে উঁকি দিয়ে জেনে গেছি বিনা সংবাদেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।স্বল্পস্থায়ী বসন্ত চলে যায় রিদয়ের ক্ষত সারার আগেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।তুষারবৃষ্টিতে জমে থাকা বাসি বরফের পরেও হিমশীতলতা নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।মিছিল শেষে পথে পড়ে থাকা জুতাগুলোর ফিতা নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।প্রবল প্রেম–ঝড়ের পরে আমার–তোমার আর দেখা নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।ক্লান্তিহীন কথার চাপেও হূদয়ানুভূতির আগুন থেমে নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।তুষাগুনের মিষ্টি তেজের মতো নীরব আগুন আছে দুটি হূদয়েই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।ধুলায় ছেয়েছে জীবন– পথজুড়ে রক্তের দাগ শুকাবার আগেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।হূদয়ে হূদয় রেখে বলা না বলা প্রতিশ্রুতিদের ঘুম নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।চাঁদ ও তারার পাহারায় রাতের কাজল–চোখে জোছনার ঢেউ নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।সময় ও ভূগোলের ব্যবধানে হূদযমুনার জোয়ার থেমে নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।আকাশজুড়ে মেঘ আর কাকের হাউ–কাউয়ে চাতকের ঘুম নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।সব কষ্ট গীতল হয়ে অবিরাম কান্না প্রবাহের পরে চোখে পানি নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।এই সময় আর যাপনের ভিতরে স্বপ্নের আলোড়ন নেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।বহু দূর দেশের প্রমময়ী হে– আমরা আছি জীবন শ্বাসের কাছেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই।আমাদের জীবনের ভালোগুলো এখন আর ভালো নেই
তুমি আর আমি দূরে দূরে পুড়ি একই আগুনেই
–তুমি ভালো নেই, আমিও ভালো নেই। 

source 

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95814.43
ETH 3337.94
USDT 1.00
SBD 3.10