round

in #blg6 years ago

টেস্ট সিরিজে চার ইনিংসে চার বার। এবার প্রথম ওয়ানডেতেও শিমরন হেটমায়ারকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনার বোল্ড করে দিলেন বিপজ্জনক ব্যাটসম্যানকে।

প্রথম স্পেলে ৭ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মিরাজ। হেটমায়ারের জন্যই হয়তো তাকে ফেরানো হয় নতুন স্পেলে। প্রথম বলেই সাফল্য। রাউন্ড দা উইকেটে করা বল অ্যাঙ্গেলে ভেতরে ঢোকে আরেকটু। সামনে খেলার বল পেছনের পায়ে খেলতে গিয়ে গড়বড় করে বসেন হেটমায়ার। বল উড়িয়ে দেয় বেলস।

১৩ বলে ৬ রানে আউট হলেন হেটমায়ার। ২৮.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ৯৩।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 96493.32
ETH 3372.63
USDT 1.00
SBD 2.99