ফুটবল খেলা শুরু হয়েছিল যেভাবে,,,

in #bl7 years ago

বাংলাদেশে ফুটবল বলতে এক ধরনের খেলা বোঝানো হলেও বিশ্বের নানা দেশে এটি নানা ধরনের খেলা হিসেবে অভিহিত হয়ে থাকে। ফুটবল (Football) নামটিও বিভিন্ন দেশে কিছুটা ভিন্ন বানানে এবং উচ্চারণে প্রচলিত। বাংলাদেশে আমরা যাকে ফুটবল বুঝি, ইংরেজি ভাষাভাষি অধিকাংশ দেশে ফুটবল বলতে তাই বোঝানো হয়। সাধারণভাবে তা অ্যাসোসিয়েশন ফুটবল নামে পরিচিত। কোথায়ও কোথায়ও তা সকার (Soccer) নামে অভিহিত। সম্ভবত এসোসিয়েশনের বিকৃত সংক্ষিপ্তসার হচ্ছে সকার। এ সংক্রান্ত একটি ভাষ্যে বলা হয়, ১৮৮০’র দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ‘er’শেষে যোগ করে শব্দকে সংক্ষিপ্ত করতো। যেমন বলতো breakfast কে brekkers, রাগবি রুলস napitopik-euro 2016 labda3.jpg

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79517.11
ETH 1851.81
USDT 1.00
SBD 0.77