আসুন গ্রুপ করে কাজ করি!!!!
দ্রুত এবং বেশী বেশী ইনকাম করি।
পোষ্টটি আমাদের বাংলাদেশী সেই সব মেম্বারদের জন্য যারা Steemit থেকে একটি ভালো মানের ইনকাম আশা করেন।
আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি ফেইসবুকে একটা Steemit গ্রুপ/পেজ তৈরী করার জন্য । যে গ্রুপের/পেজের পিন পোষ্টে গ্রুপের সকল মেম্বারদের Steemit প্রোফাইলের লিংক থাকবে। গ্রুপের মেম্বারদের কাজ হবে-" প্রতিদিন পিন পোষ্টের লিংকে ডুকে সকলকে Upvote এবং Comments করা।
যেহেতু প্রতিদিনই গ্রুপে নতুন নতুন মেম্বার জয়েন করবে তাই প্রতিদিনই পিন পোষ্টের লিংকে থাকা Steemit আইডির পরিমাণ বাড়তে থাকবে। আমাদের ইচ্ছা আছে আমরা মাত্র 200 জনের একটি গ্রুপ তৈরী করবো এবং নিয়মিত কাজ করবো। এতেই আশা করছি প্রতিমাসে আমার গ্রুপের সবাই একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবো।
তাই আপনারা যারা ফাইনাল গ্রুপে জয়েন করতে চান তারা পেজে লাইক দিয়ে, পেজের ইনবক্সে মেসেজ করুন। ফাইনাল গ্রুপে জয়েন হবার পর আপনার কাজ হবে, আপনার প্রোফাইলে বিভিন্ন বিষয় পোষ্ট করা এবং লিংক শেয়ার করা। অনুরুপ ভাবে অন্য সদস্যদের শেয়ার করা লিংকে ভোট দিয়ে কমেন্ট করা। এডমিন যাতে দ্রুত আপনাকে আইডি লিষ্টে অন্তর্ভূক্ত করতে পারে সে জন্য পেজ ইনবক্সে মেসেজ করুন।
সবার ভালো কামনায়। ধন্যবাদ।
Happy Earning.
hmm
Good